পাণ্ডবেশ্বর, 23 নভেম্বর: কয়লা, লোহা, বালি চুরি রুখতে কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এরপরেই নড়চড়ে বসেছে পুলিশ-প্রশাসন ৷ পাণ্ডবেশ্বরে ফাঁকা পরিত্যক্ত জায়গায় মিলল বিশাল পরিমাণে কয়লার স্তূপ । দুর্গাপুর-ফরিদপুর ব্লকের মাদারবুনি 6 নম্বর কোলিয়ারির ম্যাগাজিন হাউসের কিছুটা দূর থেকে উদ্ধার হয় চুরি যাওয়া কয়লাগুলি ৷
রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বৃহস্পতিবার পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন মুখ্যমন্ত্রী । সেখানেই অবৈধ কয়লা ও বালি পাচার নিয়ে ওঠে প্রশ্ন । পুলিশ-প্রশাসনকে এই সমস্ত কারবার বন্ধ করার জন্য কড়া নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বারাবনি থানা থেকে সদ্য অন্ডাল থানার অফিসার ইনচার্জ হিসাবে নাম ঘোষণা হওয়া পুলিশকর্তা মনোরঞ্জন মণ্ডল এবং কাঁকসা থানার ইন্সপেক্টর ইনচার্জ পার্থ ঘোষকে তড়িঘড়ি বদলি করা হয় ।
কয়লা চুরি নিয়ে পুলিশকে তুলোধনা বিজেপির (ইটিভি ভারত) পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসতেই শুক্রবার লোহা ও বালি চুরির অভিযোগে দুর্গাপুরের দুই তাবড় তৃণমূল নেতা গ্রেফতার হন ৷ তাঁদের একজন দুর্গাপুরের এক প্রাক্তন তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর এবং দ্বিতীয়জন তৃণমূলের মহিলা কাউন্সিলরের স্বামী ৷ ধৃতদের নাম অরবিন্দ নন্দী ও রিন্টু পাজা ৷ তাঁদেরকে বন্ধ পড়ে থাকা বেসরকারি কারখানার লোহা চুরির অভিযোগে গ্রেফতার করা হয় । আপাতত তাঁরা দুর্গাপুর মহকুমা আদালতের বিচারকের নির্দেশে পুলিশি হেফাজতে রয়েছেন ।
দুর্গাপুর ফরিদপুর ব্লকে কয়লা চুরি যে অব্যাহত, তার প্রমাণ মিলল শনিবারও । প্রায় কয়েক টন কয়লা সুন্দরভাবে ঢাকা দিয়ে রাখা হয়েছে ফাঁকা জায়গায় । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় বহুদিন ধরে এভাবেই চলে কয়লা চুরির চক্র । অভিযোগ, সব কিছু দেখেও পুলিশ প্রশাসন উদাসীন । প্রশ্ন উঠছে, পাণ্ডবেশ্বর থানার পুলিশের ভূমিকা নিয়ে ৷ পাশাপাশি ইসিএলের সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব যাদের হাতে সেই সিআইএসএফেরও নজর কেন পড়ছে না? এ নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ ।
অন্যদিকে এই ব্যাপারে বিজেপি নেতা রূপক পাঁজা বলেন, "লাউদোহা থানার বড়বাবু সব জেনেও মুখে কুলুপ এঁটেছেন । ওই এলাকায় বিগতদিনেও চুরি হয়েছে ৷ এলাকায় একটা খুন হয়েছিল ৷ যার কিনারা আজও করতে পারেনি পুলিশ । পুলিশ এখন ঠিক করে দিচ্ছেন কোন জায়গায় কী রাস্তা হবে, যেটা রাজনৈতিক দলের ঠিক করার কথা । লাউদোহা থানার পুলিশ শুধু সেখানেই আগ্রহ দেখাচ্ছে যেখানে টাকার ভাগ আছে ।"