শিলিগুড়ি, 14 মে: দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ নকল মদ তৈরির সামগ্রী-সহ মদ উদ্ধার করল আবগারি দফতর । সূত্র মারফত খবর পেয়ে সোমবার দুপুরে প্রথম অভিযানে মদ তৈরির কারখানাটি ফাঁস করে নকল মদ বাজেয়াপ্ত করা হয় । আর দ্বিতীয় অভিযানে সোমবার রাতে বাঁধাকপির আড়ালে বিহারে বিপুল পরিমাণ মদ পাচারের ছক বানচাল করে আবগারি দফতর । ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি উদ্ধার হয়েছে 35 লক্ষ টাকার নকল মদ ও মদ তৈরির সামগ্রী । পুলিশ প্রশাসনের চোখের আড়ালে রমরমিয়ে চলছিল ভেজাল মদ তৈরির কারবার । মঙ্গলবার ধৃত দু'জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷
আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযানেই ওই কারখানায় হানা দিয়ে প্রায় 26 লক্ষ টাকার ভেজাল মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। প্রথমে বাগডোগরা এলাকার ভুট্টাবাড়িতে অভিযান চালিয়ে পবন সিং নামে এক নকল মদ পাচারকারীকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে সাড়ে সাত লিটার নকল মদ উদ্ধার হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে হদিশ মেলে আরও একটি কারখানার । এরপর ফের শিলিগুড়ি শহর সংলগ্ন বাগডোগরার নয়াবস্তি এলাকায় অভিযান চালানো হয় । সেখানকার কারখানা থেকে 600 লিটার ওভার প্রুফ স্পিরিট, 100 লিটার জাল বিদেশি মদ, তিন লিটার ক্যারেমিল, 20 লিটারের 12টা খালি জার ও 50টি খালি পেটি উদ্ধার হয়েছে ।