পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রায় 35 লক্ষ টাকার নকল মদ আটক করল আবগারি দফতর, গ্রেফতার 2 - Counterfeit Liquor Seized - COUNTERFEIT LIQUOR SEIZED

Counterfeit Liquor Seized: আবগারি দফতরের অভিযানে সাফল্য ৷ শিলিগুড়ির বাগডোগরা সংলগ্ন দুটি জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ ৷

Counterfeit Liquor Seized
বাজেয়াপ্ত হওয়া নকল মদ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 5:17 PM IST

নকল মদ ও মদ তৈরির সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ (নিজস্ব)

শিলিগুড়ি, 14 মে: দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ নকল মদ তৈরির সামগ্রী-সহ মদ উদ্ধার করল আবগারি দফতর । সূত্র মারফত খবর পেয়ে সোমবার দুপুরে প্রথম অভিযানে মদ তৈরির কারখানাটি ফাঁস করে নকল মদ বাজেয়াপ্ত করা হয় । আর দ্বিতীয় অভিযানে সোমবার রাতে বাঁধাকপির আড়ালে বিহারে বিপুল পরিমাণ মদ পাচারের ছক বানচাল করে আবগারি দফতর । ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে । পাশাপাশি উদ্ধার হয়েছে 35 লক্ষ টাকার নকল মদ ও মদ তৈরির সামগ্রী । পুলিশ প্রশাসনের চোখের আড়ালে রমরমিয়ে চলছিল ভেজাল মদ তৈরির কারবার । মঙ্গলবার ধৃত দু'জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন ৷

আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, প্রথম অভিযানেই ওই কারখানায় হানা দিয়ে প্রায় 26 লক্ষ টাকার ভেজাল মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্ধার হয়। প্রথমে বাগডোগরা এলাকার ভুট্টাবাড়িতে অভিযান চালিয়ে পবন সিং নামে এক নকল মদ পাচারকারীকে গ্রেফতার করা হয় । তার কাছ থেকে সাড়ে সাত লিটার নকল মদ উদ্ধার হয় । তাকে জিজ্ঞাসাবাদ করে হদিশ মেলে আরও একটি কারখানার । এরপর ফের শিলিগুড়ি শহর সংলগ্ন বাগডোগরার নয়াবস্তি এলাকায় অভিযান চালানো হয় । সেখানকার কারখানা থেকে 600 লিটার ওভার প্রুফ স্পিরিট, 100 লিটার জাল বিদেশি মদ, তিন লিটার ক্যারেমিল, 20 লিটারের 12টা খালি জার ও 50টি খালি পেটি উদ্ধার হয়েছে ।

তবে আশঙ্কা বাড়িয়েছে বিভিন্ন বিদেশি মদের কোম্পানির ভুয়ো লেবেল, ভুয়ো ক্যাপ, ভুয়ো হলোগ্রাম-সহ বিপুল পরিমাণে খালি বোতল । যেগুলি ব্যবহার করেই ভেজাল মদ তৈরি করে বাজারে বিক্রি করা হতো বলে অনুমান তদন্তকারী আবগারি কর্তাদের । সব মিলিয়ে 26 লক্ষ টাকার মদ ও মদ তৈরির সামগ্রী উদ্ধার হয়েছে । জলপাইগুড়ি আবগারি বিভাগের অতিরিক্ত কমিশনার সুজিত দাস জানান, যেখান-সেখান থেকে যাতে কেউ মদ না কেনে, সে ব্যাপারে সবাইকে অনুরোধ করা হচ্ছে । ভেজাল মদ খেলে বড় ধরনের বিপদ হতে পারে ।"

সোমবার রাতে শিলিগুড়ির চম্পাসারি এলাকায় অভিযান চালায় শিলিগুড়ি রেঞ্জের আবগারি বিভাগ । জানা গিয়েছে, সবজির বস্তার আড়ালে পাচার করার চেষ্টা করা হচ্ছিল জাল বিদেশি মদ । পিকআপ ভ্যানে করে বিহারে পাচার হচ্ছিল প্রায় সাত থেকে নয় লক্ষ টাকার জাল মদ । সূত্র মারফত পাওয়া খবরের ভিত্তিতে আবগারি দফতরের শিলিগুড়ি রেঞ্জ অভিযান চালিয়ে শিলিগুড়ি চম্পাসারী থেকে পিকআপ ভ্যান আটকে ওই মদগুলি বাজেয়াপ্ত করে । ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয় ।

আরও পড়ুন :

  1. গাড়ি করে মদ পাচারের ভুয়ো অভিযোগ, লকেটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পুলিশের
  2. বিহার থেকে গ্রেফতার ছত্তিশগড়ের 776 কোটি টাকার মদ কেলেঙ্কারির মূল অভিযুক্ত

ABOUT THE AUTHOR

...view details