ETV Bharat / state

কুয়াশার জেরে বাতিল বিমান, যাত্রী বিক্ষোভ; ব্যাহত ট্রেন-ফেরি পরিষেবাও - DENSE FOG EFFECT

একহাত দূরেও কিছু দেখা যাচ্ছে না ৷ ঘন কুয়াশার জেরে শুক্রের সকাল থেকে বিপর্যস্ত জনজীবন ৷ বিমান থেকে ট্রেন ও ফেরি পরিষেবাতেই বাধা ৷

DENSE FOG EFFECT
ঘন কুয়াশার জেরে বাতিল বিমান (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2025, 11:56 AM IST

কলকাতা, 24 জানুয়ারি: হাওয়া অফিসের পূর্বাভাস জাঁকিয়ে শীতের দেখা না-মিললেও আপাতত কয়েকদিন রীতিমতো দাপট দেখাবে কুয়াশা। সেমতো ঘন কুয়াশা তার দাপট দেখাচ্ছে ৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা বিমানবন্দরে ব্যাহত হল পরিষেবা ৷ যার জেরে কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ালেন যাত্রীরা ৷

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা থেকে দিল্লি যাওয়ার একটি বিমান রওনা দেওয়ার কথা ৷ তার খানিক আগেই বিমান বাতিল করে দেওয়া হয় ৷ SG130 বিমানটি বাতিল হতেই যাত্রী বিক্ষোভ শুরু হয় ৷ বিমান সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ অভিযোগ, সামান্য কয়েক মিনিট আগে জানানো হয় যে বিমানটি বাতিল করা হয়েছে। তাতেই স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, কলকাতা থেকে রওনা দিলেও দিল্লিতে ঘন কুয়াশার কারণে বিমান রওনা দিতে পারছে না ৷

বিমান থেকে ট্রেন ও ফেরি পরিষেবাতেই বাধা (ইটিভি ভারত)

পাশাপাশি কলকাতায় দৃশ্যমানতা 50 মিটারের কম ৷ গতকালই কলকাতা বিমানবন্দরে প্রায় 72টি বিমানের পরিষেবা ব্যাহত হয় ৷ জানা গিয়েছে, আজ ঘন কুশার কারণে প্রায় 2 ঘণ্টা 10 মিনিট কলকাতা বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয় ৷ ভোড় 04.02 থেকে সকাল 06.51 এবং সকাল 06.53 থেকে 08.16 পর্যন্ত 8টি বিমান আসতে দেরি করেছে ৷ পাশাপাশি ভোর 04.09 থেকে 05.49 এবং সকাল 06.48 থেকে 08.52 পর্যন্ত বিমান 15টি বিমান ছাড়তে দেরি হয়েছে ৷

DENSE FOG EFFECT
ব্যাহত ট্রেন পরিষেবা (নিজস্ব চিত্র)

সেইসঙ্গে 4টি বিমান আজ বাতিল করে দেওয়া হয়েছে ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে 7টি বিমানের ৷ যার জেরে যাত্রীদের জুটেছে ভোগান্তি ৷ এদিকে ট্রেন ও ফেরি পরিষেবাতেও ঘন কুয়াশা বাধ সাধিয়েছে ৷ হাওড়া থেকে ট্রেনগুলির গতি খুবই ধীর ৷ সোমবার সকালে ঘন কুয়াশায় অদৃশ্য হাওড়া ব্রিজ, 'ভ্যানিশ' রাস্তাঘাট, কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়েছে শহর-শহরতলীর রাস্তাও ৷ কুয়াশার কারণে সিগন্যাল ঠিকঠাক দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে হাওড়া ট্রাফিক পুলিশ।

DENSE FOG EFFECT
কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়েছে শহর-শহরতলীর রাস্তাও (নিজস্ব চিত্র)

হাওড়া ব্রিজ, হাওড়ার বিভিন্ন রাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। ইতিমধ্যে পূর্ব রেল কুয়াশার কারণে একাধিক দূরপাল্লার ট্রেন সাময়িক বাতিল করেছে। সবমিলিয়ে কুয়াশার জেরে প্রবল ভোগান্তি তৈরি হয়েছে।

কলকাতা, 24 জানুয়ারি: হাওয়া অফিসের পূর্বাভাস জাঁকিয়ে শীতের দেখা না-মিললেও আপাতত কয়েকদিন রীতিমতো দাপট দেখাবে কুয়াশা। সেমতো ঘন কুয়াশা তার দাপট দেখাচ্ছে ৷ বৃহস্পতিবারের পর শুক্রবারও কলকাতা বিমানবন্দরে ব্যাহত হল পরিষেবা ৷ যার জেরে কর্তৃপক্ষের সঙ্গে রীতিমতো হাতাহাতিতে জড়ালেন যাত্রীরা ৷

জানা গিয়েছে, শুক্রবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ কলকাতা থেকে দিল্লি যাওয়ার একটি বিমান রওনা দেওয়ার কথা ৷ তার খানিক আগেই বিমান বাতিল করে দেওয়া হয় ৷ SG130 বিমানটি বাতিল হতেই যাত্রী বিক্ষোভ শুরু হয় ৷ বিমান সংস্থার কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখান যাত্রীরা ৷ অভিযোগ, সামান্য কয়েক মিনিট আগে জানানো হয় যে বিমানটি বাতিল করা হয়েছে। তাতেই স্বাভাবিকভাবে ক্ষোভ তৈরি হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানায়, কলকাতা থেকে রওনা দিলেও দিল্লিতে ঘন কুয়াশার কারণে বিমান রওনা দিতে পারছে না ৷

বিমান থেকে ট্রেন ও ফেরি পরিষেবাতেই বাধা (ইটিভি ভারত)

পাশাপাশি কলকাতায় দৃশ্যমানতা 50 মিটারের কম ৷ গতকালই কলকাতা বিমানবন্দরে প্রায় 72টি বিমানের পরিষেবা ব্যাহত হয় ৷ জানা গিয়েছে, আজ ঘন কুশার কারণে প্রায় 2 ঘণ্টা 10 মিনিট কলকাতা বিমানবন্দরে পরিষেবা ব্যাহত হয় ৷ ভোড় 04.02 থেকে সকাল 06.51 এবং সকাল 06.53 থেকে 08.16 পর্যন্ত 8টি বিমান আসতে দেরি করেছে ৷ পাশাপাশি ভোর 04.09 থেকে 05.49 এবং সকাল 06.48 থেকে 08.52 পর্যন্ত বিমান 15টি বিমান ছাড়তে দেরি হয়েছে ৷

DENSE FOG EFFECT
ব্যাহত ট্রেন পরিষেবা (নিজস্ব চিত্র)

সেইসঙ্গে 4টি বিমান আজ বাতিল করে দেওয়া হয়েছে ও যাত্রাপথ পরিবর্তন করা হয়েছে 7টি বিমানের ৷ যার জেরে যাত্রীদের জুটেছে ভোগান্তি ৷ এদিকে ট্রেন ও ফেরি পরিষেবাতেও ঘন কুয়াশা বাধ সাধিয়েছে ৷ হাওড়া থেকে ট্রেনগুলির গতি খুবই ধীর ৷ সোমবার সকালে ঘন কুয়াশায় অদৃশ্য হাওড়া ব্রিজ, 'ভ্যানিশ' রাস্তাঘাট, কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়েছে শহর-শহরতলীর রাস্তাও ৷ কুয়াশার কারণে সিগন্যাল ঠিকঠাক দেখা যাচ্ছে না। দুর্ঘটনা এড়াতে সকাল থেকেই শহরের গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে যান নিয়ন্ত্রণ করছে হাওড়া ট্রাফিক পুলিশ।

DENSE FOG EFFECT
কুয়াশার সাদা চাদরে ঢাকা পড়েছে শহর-শহরতলীর রাস্তাও (নিজস্ব চিত্র)

হাওড়া ব্রিজ, হাওড়ার বিভিন্ন রাস্তায় যানবাহন ধীর গতিতে চলছে। ইতিমধ্যে পূর্ব রেল কুয়াশার কারণে একাধিক দূরপাল্লার ট্রেন সাময়িক বাতিল করেছে। সবমিলিয়ে কুয়াশার জেরে প্রবল ভোগান্তি তৈরি হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.