পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরাখণ্ডের রুটে কাল হল ট্রেকিং, মৃত্যু বালির বাসিন্দা পর্বতারোহী দেবব্রতর - Howrah Man Died - HOWRAH MAN DIED

Howrah Man Died: উত্তরাখণ্ড রুটের ইয়াকসম থেকে গোচা-লা পর্যন্ত ট্রেকিংয়ে গিয়ে হাওড়ার বালির সমবায়পল্লীর বাসিন্দা দেবব্রত বরের মৃত্যু হল ৷ ট্রেকিং সেরে ফেরার পথে অসুস্থ হয়ে তাঁর মৃত্যু হয় বলে জানা গিয়েছে ৷

Howrah Man Died
দেবব্রত বর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 29, 2024, 5:08 PM IST

Updated : May 29, 2024, 7:58 PM IST

হাওড়া, 29 মে: উত্তরাখণ্ড রুটের ইয়াকসম থেকে গোচা-লা পর্যন্ত ট্রেকিংয়ে গিয়েছিলেন হাওড়ার বালির সমবায়পল্লীর বাসিন্দা দেবব্রত বর ওরফে মনু । সেখানে গিয়ে মৃত্যু হল বছর 46-এর ওই ব্যক্তির । এগারো জন সদস্যের একটি ট্রেকিং দলের সঙ্গে দেবব্রত গোচা-লায় গিয়েছিলেন । পাহাড়ে নির্দিষ্ট গন্তব্য ছুঁয়ে নেমে আসার পথে শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় তাঁর । যার জেরে মাঝপথেই মৃত্যু হয় সুব্রতর ।

উত্তরাখণ্ডের রুটে কাল হল ট্রেকিং, মৃত্যু বালির বাসিন্দা পর্বতারোহী দেবব্রতর (ইটিভি ভারত)

পরিবার সূত্রে জানা গিয়েছে, 17 মে বাড়ি থেকে ট্রেকিং করার উদ্দেশ্যে বেরিয়েছিলেন দেবব্রত । 19 তারিখ ভিডিয়ো কলে তাঁর সঙ্গে পরিবারের শেষ কথা হয় । এরপর দেবব্রত উচ্চতার কারণে ফোন বন্ধ করে দিয়েছিলেন । তাই আর কারও সঙ্গে যোগাযোগ হয়নি তাঁর । 25 তারিখ ফিরে আসার পথে অসুস্থ বোধ করেন ওই পর্বতারোহী । চিকিৎসার জন্য তাঁকে নামিয়ে আনার আগেই মৃত্যু হয় ।

মঙ্গলবার এই খবর আসার পরেই শোকের ছায়া নামে পরিবারে । পরিবার সূত্রের খবর, পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন দেবব্রত । বাড়িতে রয়েছেন বৃদ্ধা মা, স্ত্রী এবং ছেলে ও মেয়ে । উত্তরাখণ্ডের থেকে তাঁর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে আনার জন্যও উদ্যোগ শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে ।

ট্রেকিং-এর সময় দেবব্রত নিজের ফেসবুকে ভিডিয়ো আপলোড করেন । এলাকায় সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিলেন দেবব্রত ৷ পরিচিত ছিলেন মৃদুভাষী বলেও ৷ তাই তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ পুরো এলাকা ৷

তবে ট্রেকিং করতে গিয়ে এভাবে মৃত্যুর ঘটনা নতুন নয় ৷ এর আগেও এই ধরনের একাধিক ঘটনা ঘটেছে ৷ অনেকেই মারা গিয়েছেন ৷ অনেক সময় সচেতনতার অভাব, সুরক্ষা ব্যবস্থা ঠিকমতো না হওয়ার অভিযোগ উঠেছে ৷ দেবব্রত বরের মৃত্যুতে সেই প্রশ্ন আবার উঠল ৷

আরও পড়ুন:

Last Updated : May 29, 2024, 7:58 PM IST

ABOUT THE AUTHOR

...view details