পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চোর সন্দেহে পরিচারিকার পরিবারের মাথা ন্যাড়া গৃহকর্তার ! ভাইরাল ডোমজুরের ভিডিয়ো - HEAD SHAVED FOR THEFT - HEAD SHAVED FOR THEFT

Maid Head Shaved for Theft: পরিচারিকার মা, বাবা ও ভাইয়ের চুল কেটে দেওয়ার অভিযোগ উঠল ব্যবসায়ী এবং তাঁর পরিবারের বিরুদ্ধে ৷ লক্ষাধিক টাকা চুরির অভিযোগে পরিচারিকার পরিবারের সদস্যদের সঙ্গে চলল অমানুষিক এই অত্যাচার ৷ ডোমজুড়ের ঘটনায় পলাতক অভিযুক্তরা ৷

ETV BHARAT
চোর সন্দেহে পরিচারিকার পরিবারের মাথা ন্যাড়া করার অভিযোগ ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 17, 2024, 8:31 PM IST

ডোমজুড়, 17 জুলাই: পরিচারিকার বিরুদ্ধে লক্ষাধিক টাকা চুরির অভিযোগ ৷ আর তার জেরে পাল্টা অভিযুক্ত পরিচারিকার বাবা, মা ও ভাইয়ের মাথা ন্যাড়া করে দেওয়ার অভিযোগ উঠল গৃহকর্তা ও তাঁর পরিবারের বিরুদ্ধে ৷ সেই ভিডিয়ো ভাইরাল হতেই, চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার ডোমজুড়ের একটি গ্রামে ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ মূল অভিযুক্ত-সহ তিনজন পলাতক ৷ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে ৷

ভয়াবহ ঘটনার সাক্ষী হাওড়া (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, 6 মাস আগে ডোমজুড়ের বাসিন্দা এক যুবতী স্থানীয় একটি ব্যবসায়ীর বাড়িতে পরিচারিকার কাজ শুরু করেন ৷ সপ্তাহ দু’য়েক আগে ওই যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে বিয়ে করেন ৷ সম্প্রতি ব্যবসায়ী অভিযোগ করেন, ওই যুবতী লক্ষাধিক টাকা চুরি করে পালিয়ে গিয়েছেন ৷ আর এই অভিযোগে যুবতীর পরিবারের উপর 'হামলা চালান' ব্যবসায়ী এবং তাঁর পরিবারের সদস্যরা ৷

অভিযোগ, যুবতীর বাড়িতে এসে তাঁর মা ও ভাইকে মারধর করে অভিযুক্তরা ৷ এরপর তাঁদের হাত-পা বেঁধে ফেলে রাখা হয় ৷ পরে যুবতীর বাবা বাড়িতে ফিরলে তাঁকেও মারধর করেন ব্যবসায়ী-সহ অন্যান্যরা ৷ এরপর সেখান থেকে তাঁদের সবাইকে নিজের কারখানায় নিয়ে যান ওই ব্যবসায়ী ৷ সেখানেই কাঁচি দিয়ে চুল কেটে দেওয়া হয় তিনজনের ৷ সেই ঘটনার ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷ অভিযোগ উঠেছে, পরিচারিকার পরিবারকে বাড়ি ছাড়াও করেছেন ব্যবসায়ী ৷ তাঁরা বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে রয়েছেন ৷

ডোমজুড় থানার পুলিশ বিষয়টি জানতে পেরে একটি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে ৷ মূল অভিযুক্ত ব্যবসায়ী-সহ তাঁর পরিবারের 3 সদস্য বর্তমানে পলাতক ৷ পুলিশ তাঁদের খোঁজে তল্লাশি শুরু করেছে ৷ তবে, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অভিযুক্ত ব্যবসায়ীর এক বন্ধুকে আটক করেছে ডোমজুড় থানার পুলিশ ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ অন্যদিকে যে পরিচারিকার বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে, তাঁরও খোঁজ চালানো হচ্ছে ৷

সংবাদ মাধ্যমের সামনে পরিচারিকার বাবা দাবি করেছেন, বিয়ের পর তাঁর মেয়ে দামি আসবাবপত্র কিনেছেন ৷ এমনকী তাঁকেও মাঝেমধ্যে টাকা দিতেন ৷ মেয়ে এত টাকা কোথা থেকে পেয়েছেন তা জিজ্ঞেসও করেছিলেন ওই ব্যক্তি ৷ জবাবে তাঁর মেয়ে জানিয়েছিলেন, দাদা (অভিযুক্ত ব্যবসায়ী) খুশি হয়ে তাঁকে টাকা দিয়েছেন ৷ তবে, পুলিশের তরফে বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে ডোমজুড় থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details