পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্কুল যাওয়ার পথে নিখোঁজ 5 ছাত্রী উদ্ধার বর্ধমানে, গ্রেফতার নাবালক-সহ 3 অভিযুক্ত - Missing School Girls Rescued

Police Rescued 5 Missing School Girls: স্কুল যাওয়ার পথে নিখোঁজ পাঁচ ছাত্রী উদ্ধার হল বর্ধমান ৷ অভিযোগ পাওয়ার 8 ঘণ্টার মধ্যে পুলিশ উদ্ধার করেছে পুলিশ ৷ গ্রেফতার এক নাবালক-সহ 3 অভিযুক্ত ৷ ঘটনার নেপথ্যে কি তবে অন্য কোনও চক্র ৷

Police Rescue Five Students
স্কুল যাওয়ার পথে নিখোঁজ 5 ছাত্রী উদ্ধার বর্ধমান থেকে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 1, 2024, 12:58 PM IST

Updated : Jul 1, 2024, 4:11 PM IST

মগরা, 1 জুলাই:স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়ে গিয়েছিল 5 ছাত্রী ৷ 8 ঘণ্টার মধ্যে বর্ধমান থেকে তাদের উদ্ধার করেছে পুলিশ ৷ ঘটনায় এক নাবালক-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতরা হলেন বর্ধমানের কার্তিক মাঝি, মগরার সুকুমার দাস ও এক নাবালক ৷ মগরা 1নম্বর গ্রামপঞ্চায়েতের ঘটনা ৷ সকলেই মগরা প্রভাবতী বালিকা বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ৷

বর্ধমান থেকে উদ্ধার মগরার 5 নিখোঁজ স্কুল ছাত্রী (ইটিভি ভারত)

পুলিশ সূত্রে খবর, শনিবার স্কুলে যাওয়ার নাম করে ওই তিন ছাত্রী বাড়ি থেকে বেরিয়েছিল ৷ সন্ধ্যা পেরিয়ে রাত হলেও বাড়ি না ফেরায় ওই ছাত্রীদের পরিবার মগরা থানায় নিখোঁজ ডায়রি করে ৷ পরিবারের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে গ্রামীণ পুলিশ ৷ শনিবার সারা রাত তল্লাশির পর রবিবার ভোরে বর্ধমান থেকে ওই পাঁচ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ ৷ এই ঘটনায় এক নাবালক-সহ তিন জনকে গ্রেফতার করে পুলিশ ৷ ধৃতদের মগরা আদালতে পাঠানো হয়েছে ৷

ঘটনা প্রসঙ্গেই, হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি ক্রাইম অভিজিৎ সিনহা মহাপাত্র বলেন, "ঘটনার এফআইআর-এর পর একটি তদন্ত দল গঠন করা হয়। বিভিন্ন স্টেশনের সিসিটিভি ফুটেজ দেখা হয় ৷ নিখোঁজ ছাত্রীদের পরিবারের লোকজন ও প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হয় ৷ তারপর আট ঘণ্টার মধ্যে ছাত্রীদের বর্ধমান থানার বেলখাস এলার এক বাসিন্দা কার্তিক মাঝির বাড়ি থেকে উদ্ধার করা হয়েছে । তাদেরকে গ্রেফতার করা হয়েছে।"

তিনি আরও জানান, তবে কী উদ্দেশ্যে ওই ছাত্রীরা বর্ধমানে গিয়েছিল তা খতিয়ে দেখা হচ্ছে ৷ ওই ছাত্রীদের সঙ্গে অভিযুক্তদের কী সম্পর্ক, তা-ও খতিয়ে দেখতে তদন্ত শুরু করছে পুলিশ। অভিযুক্তরা কোনও অপরাধ মূলক কাজে জড়িত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে ৷ স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই ছাত্রীদের প্রেমের সম্পর্ক থাকতে পারে ৷ সেই কারণে তাঁরা এই ঘটনা ঘটতে পারেন ৷ সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

Last Updated : Jul 1, 2024, 4:11 PM IST

ABOUT THE AUTHOR

...view details