পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিপিএম করায় পাচ্ছেন না বাড়ি ! তৃণমূল বিধায়কের কাছে অভিযোগ বাম নেত্রীর

সিপিএম করার 'অপরাধে' পাচ্ছেন না বাড়ি ৷ এই অভিযোগ শুনে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের দাবি, দল দেখে তাঁরা উন্নয়ন করেন না ৷

NOT GETTING HOUSE DUE TO CPM
বিধায়কের কাছে অভিযোগ বাম নেত্রীর (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2024, 10:28 AM IST

চুঁচুড়া, 23 নভেম্বর: সিপিএম করার 'অপরাধে' পাচ্ছেন না আবাসের ঘর ৷ তৃণমূল বিধায়কের কাছে গিয়ে এমনই অভিযোগ করলেন সিপিএম নেত্রী । যদিও বিধায়ক অসিত মজুমদারের দাবি, দল দেখে তাঁরা উন্নয়ন করেন না ৷

শুক্রবার সকালে কোদালিয়া এক নম্বর পঞ্চায়েত এলাকায় জনসংযোগে যান চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । বিভিন্ন এলাকায় ঘুরে উত্তরায়ন এলাকায় পৌঁছন তিনি । তখনই স্থানীয় সিপিএম নেত্রী সরস্বতী মালিক বিধায়কের কাছে অভিযোগ জানান । সিপিএম নেত্রী বলেন, "আমাদের জায়গা পড়ে রয়েছে ৷ 15–20 বছর ধরে বলছি, তাও বাড়ি পাচ্ছি না । আমরা সিপিএম করি তাই আমাদের ঘরবাড়ি করে দিচ্ছে না।"

বিধায়ক তাঁকে আশ্বাস দিয়ে বলেন, "আপনি সিপিএম করেন বলে বাড়ি দেয়নি এটা ঠিক নয় । আপনার দলিল, পর্চা নিয়ে আমার বাড়িতে আসুন যে কোনওদিন ৷ তারপরে দেখছি।" কিছুক্ষণ কথাবার্তার পর বিধায়কের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে আঙুল তুলে সিপিএম নেত্রী জানান, তৃণমূলের সেই নেতাকেও তিনি জানিয়েছেন । তারপরও বাড়ি পাচ্ছেন না তিনি ৷

সরস্বতী মালিক বলেন, "15 বছর আগে আমি সিপিএমের প্রার্থী হয়ে তিনবার ভোটে দাঁড়িয়েছিলাম । যদিও এখন সিপিএমের যুগ নয় । এক তৃণমূল নেতাকে বলেছিলাম, তিনি বললেন যে আমার নাম আবাস যোজনায় পাঠিয়েছেন । পঞ্চায়েত ভোট হয়ে গিয়েছে ৷ এখনও বাড়িঘর কিছু হয়নি । সিপিএমের হয়ে দাঁড়ালেও জিততে পারিনি । জিতলে নিজের বাড়ি নিজেই করে নিতাম । তখন আর কোনও সমস্যাই থাকত না ।"

বিধায়ক অসিত মজুমদার বলেন, "বিধায়ক হিসেবে যখন কাজ করি তখন দল দেখি না । এই অভিযোগ ঠিক না । আমাদের যিনি পঞ্চায়েতের সদস্য এবং যিনি আমাদের এখানে কাজ দেখেন, তিনি ওঁর নাম পাঠিয়েছেন । তাহলে সিপিএম হিসেবে যদি না দেওয়া হতো তাহলে তাঁর নাম পাঠানো হল কেন ? মহিলাকে দলিল এবং পর্চা নিয়ে শনিবার সকালে আমার বাড়িতে যেতে বলেছি । যদি হওয়ার মতো হয় নিশ্চয় করে দেব । আমরা সিপিএম বিজেপি ভাবি না, উন্নয়ন ভাবি ।"

ABOUT THE AUTHOR

...view details