ঘাটাল, 17 মে: একের পর এক ভিডিয়োর পর, ভোটের আবহে এবার ভাইরাল একটি অডিয়ো কল রেকর্ড ! আর এই অডিয়োকে ঘিরেই ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারীর বিরুদ্ধে উঠেছে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ ৷
চাকরি পাওয়ার আশায় দেওয়া ঘুষের টাকা ফেরানোর জন্য আবেদন করছে প্রতারিত, এমনই এক কল রেকর্ড ভাইরাল হয়েছে বলে খবর ৷ সেখানে প্রতারিতের সঙ্গে ঘাটালের তৃণমূল প্রার্থী দীপক অধিকারী বা দেবের কথপোকথন শোনা গিয়েছে বলে দাবি করেছে বিজেপি ৷ এই কল রেকর্ডকে টুইট করে প্রতিপক্ষ দেবের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ তাঁর দাবি ওই ভাইরাল কল রেকর্ডের এক প্রান্তের গলা দেবের । এর সিবিআই তদন্ত দাবি করেন তিনি ৷ তিবি এই যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন দেব । এই কল রেকর্ডকে ঘিরে জোর চর্চা শুরু হয়েছে ঘাটাল মহকুমাজুড়ে । তবে এর সত্যতা যাচাই করেনি ইটিভি ভারত ৷
ঘাটালে হিরণ চট্টোপাধ্যায় বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবের বিরুদ্ধে কাটমানি নেওয়ার একাধিক অভিযোগ করেছেন ৷ হিরণের আরও অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করেছেন দেব । সেই অভিযোগের মধ্যেই সম্প্রতি দেবের প্রতিনিধি রামপদ মান্নার বিরুদ্ধে আশা কর্মীকে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল । সেই ঘটনার খবর চাউর হতেই এবং পুলিশে অভিযোগ হওয়ার পরই পাঁচ দিনের মাথায় এক লক্ষ আশি হাজার টাকা অভিযোগকারীকে ফেরত দেওয়া হয় । সেই ঘটনার 24 ঘণ্টাও কাটেনি ৷ ফের নতুন করে টাকা নেওয়ার এবং সেই টাকা ফেরতের দাবিতে অভিযোগকারীর কল রেকর্ড ভাইরাল হল ।
এই ঘটনায় ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ যে কলরেকর্ড নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন, সেখানে শোনা যাচ্ছে, এক মহিলা ফোন করে অভিযোগ করছেন । তিনি বলছেন, "আমার কোনও রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই । চাকরির জন্য তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে 9 লক্ষ টাকা । তবে এখন না হচ্ছে চাকরি, আর না ফেরত পাচ্ছেন টাকা ।" এই কল রেকর্ডকে ঘিরেই শোরগোল ছড়িয়েছে ঘাটালে ।