কলকাতা, 18 এপ্রিল: সকাল থেকেই থাকবে চড়া রোদ। বাড়বে তাপমাত্রাও ৷ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হলুদ সতর্কতা ৷ কতদিন এমন তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে তা জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷ পাশাপাশি বৃষ্টি কবে হবে তাও স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে। পূর্বাঞ্চলীয় অধিকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, 22 এপ্রিল পর্যন্ত এই তাপপ্রবাহের পরিস্থিতি চলবে। তার আগে অবস্থা পরিবর্তনের কোনও লক্ষণ নেই ৷ তিনি বলেন, "দক্ষিণবঙ্গে 18 থেকে 21 এপ্রিল-এই চারদিন কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। 22 এপ্রিল উপকুলবর্তী জেলা দুই 24 পরগনা, দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সেটাও যে হবে তার কোনও নিশ্চয়তা নেই। কারণ এই ধরনের বৃষ্টি হওয়ার জন্য যে ধরনের পরিস্থিতি তৈরি হওয়া দরকার সেটা হয়নি ৷"
শুষ্ক আবহাওয়ার পাশাপাশি তাপমাত্রা কি বাড়বে? সোমনাথ দত্ত জানান, 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা আগামী দু- তিনদিনে বাড়বে। তারপর তা একই রকম থাকবে। 18,19, 20 তারিখ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 3 ডিগ্রি বাড়তে পারে ৷ কোনও একটি এলাকার সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস হলে এবং সেটি যদি ওই নির্দিষ্ট এলাকার গড় সর্বোচ্চ তাপমাত্রার চেয়ে 5 ডিগ্রি বেশি হয় তাহলেই তাকে তাপপ্রবাহ বলে।
আবহাওয়াবিদ বলেন, "দক্ষিণবঙ্গে পশ্চিমের জেলা, গাঙ্গেয় জেলা এবং উপকুলবর্তী জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে। মেদিনীপুরে তাপপ্রবাহের কমলা সতর্কতা জারি করেছি। বাকি জেলায় হলুদ সতর্কতা জারি করেছি। কলকাতাতে আমরা তাপপ্রবাহের সতর্কতা বলছি না। তবে তাপমাত্রা চল্লিশ ডিগ্রির আশেপাশে থাকবে। তাপপ্রবাহের পরিস্থিতির খুব কাছাকাছি দিয়ে কলকাতা আগামী পাঁচ দিনে বেরিয়ে যাবে।"
উল্লেখ্য, বৃহস্পতিবার কলকাতা এবং আশেপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 39.7 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 29.4 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 87 শতাংশ।