কলকাতা, 14 অক্টোবর: ক্রমে বাড়ছে অসুস্থ অনশনকারীর সংখ্য়া ৷ অনিকেত মাহাতো-সহ তিনজন জুনিয়র ডাক্তারকে আগেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৷ গতকাল রাতে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয় আরও এক অনশনকারী পুলস্ত্য আচার্যকে ৷ তাঁদের প্রত্যেকেরই শরীর খুব দুর্বল ৷ এদিকে, অনশনকারী তনয়া পাঁজা এখনও অনশন মঞ্চে থাকলেও তাঁর অবস্থা আশঙ্কাজনক ৷ তাঁকেও হাসপাতালে ভর্তি করা হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷
আরজি কর হাসপাতালে নির্যাতিতা চিকিৎসক তরুণীর ন্যায়বিচার-সহ 10 দফা দাবিতে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনের আজ নবম দিন ৷ ইতিমধ্যেই একে একে অসুস্থ হয়ে পড়ছেন অনশনকারীরা ৷ সবারই ওজন কমেছে ৷ শরীর দুর্বল ৷ তবে তাঁদের মধ্যে যাঁদের পরিস্থিতি গুরুতর হয়ে পড়ে, তাঁরা এখন কেমন আছেন দেখে নেওয়া যাক ৷
অনিকেত মাহাতো: আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিলেন অনিকেত মাহাতো ৷ এখনও তিনি আরজি কর হাসপাতালের সিসিইউ-তেই চিকিৎসাধীন ৷ তাঁর রক্তচাপ ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে । মূত্রে কিটোনের মাত্রা কমেছে । 3 থেকে কমে তা 1 হয়েছে । গতকাল রাত থেকে তাঁকে সলিড খাবার দেওয়া হচ্ছে । তবে এখনও তিনি বেশ দুর্বল আছেন । তাঁর পরবর্তী চিকিৎসা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ মেডিক্যাল বোর্ড বসবে । বেশকিছু পরীক্ষা করানো হবে ।
অনুষ্টুপ মুখোপাধ্যায়: অনুষ্টুপের কালো মল হওয়া বন্ধ হয়েছে । আগের থেকে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে । তাঁকে ফলের রস খাওয়ানো হচ্ছে । তবে তিনি খুবই দুর্বল আছেন । চিকিৎসকরা মনে করছেন, শিগগিরই তাঁকে সিসিইউ থেকে সাধারণ বেডে দেওয়া হবে ।