পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সচেতনতায় জোর, ডেঙ্গি রুখতে সোমে জরুরি বৈঠক স্বাস্থ্যভবনে - Dengue in WB - DENGUE IN WB

Dengue prevention: সময় থাকতেই জোর সচেতনায় ৷ তাই ডেঙ্গির প্রকোপ বা বাড়বাড়ন্ত যাতে না হয় তার জন্য স্বাস্থ্যভবনে ডাকা হয়েছে জরুরি বৈঠক ৷

Etv Bharat
ডেঙ্গির হাল ধরতে জরুরী বৈঠক স্বাস্থ্যভবনে

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 10:28 PM IST

কলকাতা, 4 এপ্রিল: বছরের যে কোনও সময়েই এখন থাবা বসাচ্ছে ডেঙ্গি। তবে মশাবাহিত এই রোগের বৃদ্ধি হয় গরম এবং বর্ষাকালে। গতবছরেও ডেঙ্গির জেরে মৃত্যু হয়েছে বহু মানুষের । তবে এবার পরিস্থিতি যাতে বেগতিক না-হয় তার জন্য আগে থেকেই উদ্যোগী হল স্বাস্থ্যভবন। আগামী 8 এপ্রিল স্বাস্থ্যভবনে একটি বৈঠক ডাকা হয়েছে। সেই বৈঠকে আলোচনার মূল বিষয় হল ডেঙ্গি। এছাড়াও মশাবাহিত সব রোগ নিয়ে আলোচনা হবে সেই বৈঠকে। বর্তমানে রাজ্যের কী পরিস্থিতি তারই একটি সার্বিক চিত্র এই বৈঠকে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে।

8 এপ্রিল অর্থাৎ সোমবার স্বাস্থ্যভবনে বৈঠক হবে ডেঙ্গি নিয়ে। বৈঠকে উপস্থিত থাকবেন বিভিন্ন জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে পৌরসভার আধিকারিকেরাও। বৈঠকটি ডেকেছেন স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্যের সার্বিক পরিস্থিতি এবং সেখানে ডেঙ্গির বৃদ্ধির হলে কী ব্যবস্থা নিতে হবে, তা নিয়ে আলোচনা হবে। পৌরনিগম সূত্রে খবর, বর্তমানে শহরে ডেঙ্গি আক্রান্ত প্রায় 56 জন। তবে আশঙ্কা করা হচ্ছে বৃষ্টি পড়লে এই সংখ্যা আরও বাড়বে। তাই এই জরুরি বৈঠক স্বাস্থ্যভবনে।

প্রসঙ্গত, আগে বর্ষাকালে ডেঙ্গি হলেও এখন বছরের যে কোন সময় এই রোগের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। যার ফলে সবসময় পরিস্থিতি নজরে রাখছে স্বাস্থ্যভবন। সম্প্রতি ডেঙ্গির প্রকোপ থেকে রক্ষা পায়নি কলকাতা ও রাজ্য পুলিশের কর্মীরাও । এর পরেই কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল প্রত্যেক থানার অফিসার ইনচার্জদের নির্দেশ দেন, শহরের যে সকল থানার বাইরে দীর্ঘদিন ধরে বাজেয়াপ্ত হয়ে পরে থাকা গাড়ি থেকে শুরু করে দু-চাকার মোটরবাইক এবং পণ্যবাহী গাড়ি রয়েছে তা অবিলম্বে সরিয়ে ফেলতে হবে। এছাড়া স্বাস্থ্য আধিকারিকরা বারবার জানিয়েছেন এলাকা হোক বা ঘর, কোথাও জল যাতে না-জমে সেদিকে কড়া নজর রাখতে ৷ কারণ জমা জলই হয় মশার আঁতুরঘর ৷

ABOUT THE AUTHOR

...view details