পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাংলায় কাজ নেই ! রাজ্যকে দুষে পরিযায়ী শ্রমিকের সমস্যা মেটানোর আর্জি রাজ্যপালের - Gandhi Jayanti Celebration

Governor CV Ananda Bose: গান্ধি জয়ন্তীতে রাজ্যে বাড়তে থাকা অনাহার ও পরিযায়ী শ্রমিকের সংখ্যাবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই সঙ্গে রাজ্য সরকারকে এবিষয়ে ভাবনাচিন্তা করার পরামর্শ দিলেন তিনি ৷ আজ গান্ধি জয়ন্তী উপলক্ষে ব্যারাকপুরের গান্ধিঘাটের অনুষ্ঠানে যোগ দেন তিনি ৷

Governor CV Ananda Bose
অনাহার এবং পরিযায়ী শ্রমিক নিয়ে উদ্বিগ্ন রাজ‍্যপাল ৷ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2024, 3:03 PM IST

ব‍্যারাকপুর, 2 অক্টোবর: পশ্চিমবঙ্গে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ গান্ধি জয়ন্তীর দিন ব্যারাকপুর গান্ধিঘাট থেকে বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন তিনি ৷ এ নিয়ে মহাত্মা গান্ধিকে উদ্ধৃত করে রাজ্যপাল জানান, একটি সভ্য সমাজে কখনও অনাহার থাকতে পারে না ৷ রাজ্য সরকারকে বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে পরামর্শ দিয়েছেন রাজ্যপাল ৷

রাজ্যপাল বলেন, "এটা খুবই দুর্ভাগ্যজনক যে বাংলার মাটিতে অনাহার এবং পরিযায়ী শ্রমিকের সংখ্যা বৃদ্ধি পাওয়ার ঘটনা সামনে আসছে ৷ জাতির জনক মহাত্মা গান্ধি বলেছিলেন, 'কোনও সভ্য সমাজে অনাহার থাকতে পারে না' ৷ রাজ্য সরকারের বিষয়টি দেখা উচিত এবং নিশ্চিত করা উচিত, বাংলায় যেন একজনও মানুষ অনাহারে না-থাকে ৷ আজকের এই পবিত্র দিনে সেটাই আমাদের একমাত্র অঙ্গীকার হওয়া উচিত ৷"

অনাহার এবং পরিযায়ী শ্রমিক নিয়ে উদ্বিগ্ন রাজ‍্যপাল সিভি আনন্দ বোস ৷ (ইটিভি ভারত)

উল্লেখ্য, সেপ্টেম্বর মাসের মাঝামাঝি সময়ে বাংলা থেকে চেন্নাইতে যাওয়া কয়েকজন পরিযায়ী শ্রমিকের অনাহারে থাকার ঘটনা জানতে পারেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সেই সময় তিনি দিল্লিতে ছিলেন ৷ 17 সেপ্টেম্বর দিল্লি থেকে তিনি সোজা চেন্নাই যান ৷ স্থানীয় প্রশাসনের সাহায্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের থাকা, খাওয়া ও চিকিৎসার বন্দোবস্ত করেন ৷ কিন্তু, সম্প্রতি আশঙ্কজনক অবস্থায় চিকিৎসাধীন এক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে ৷ এরপরেই আজ রাজভবনের সোশাল মিডিয়ায় সেই ঘটনার বিস্তারিত তুলে ধরা হয় ৷ এবার গান্ধিঘাটে গান্ধি জয়ন্তীর অনুষ্ঠানেও এ নিয়ে উদ্বেগপ্রকাশ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷

চেন্নাইয়ের হাসপাতালে ভর্তি বাংলার পরিযায়ী শ্রমিক ৷ (নিজস্ব চিত্র)

নির্দিষ্ট রিপোর্ট উল্লেখ করে রাজভবনের মিডিয়া সেলের এক্স হ্যান্ডেলে এটাও দাবি করা হয়েছে, "পরিযায়ী শ্রমিকদের সবচেয়ে বড় উৎস হল বাংলা ৷ 1 অক্টোবর, 2024 পর্যন্ত ই-শ্রম পোর্টালে পশ্চিমবঙ্গ থেকে পরিযায়ী শ্রমিকদের মোট সংখ্যা হল 2 কোটি 63 লক্ষ 72 হাজার 911 জন ৷ কেন এত মানুষ বাংলা ছাড়ছেন ? এটাই এখন মূল প্রশ্ন ৷ অন্যান্য রাজ্যগুলি ভাবছে - বাংলার কী হয়েছে ? বাংলা থেকে খাদ্য ও জীবিকার অভাবে লক্ষ লক্ষ পরিযায়ী শ্রমিক বিভিন্ন রাজ্যে যাচ্ছেন ৷"

চেন্নাইয়ের হাসপাতালে বাংলা পরিযায়ী শ্রমিকরা ৷ (নিজস্ব চিত্র)

রাজভবনের পোস্টে উল্লেখ করা হয়েছে, "এই শ্রমিকরা রাজ্যের বাইরে কাজ করার সময় চরম কষ্ট এবং শোষণের সম্মুখীন হচ্ছেন ৷ অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে হচ্ছে তাঁদের ৷ একমাত্র উপার্জনকারী সদস্য বছরের পর বছর বাড়ির বাইরে থাকায়, সামাজিক সমস্যা তৈরি হচ্ছে ৷ বাড়িতে বিভিন্ন ধরনের সমস্যা অমীমাংসিত থেকে যায় ৷ এমনকি বাড়িতে উপার্জনকারী পুরুষের অনুপস্থিতির কারণে, সেইসব সমস্যা বাড়তে থাকে ৷ প্রাকৃতিক দুর্যোগ এবং মানুষ দ্বারা তৈরি জটিল পরিস্থিতি পরিযায়ী শ্রমিকদের পরিবারগুলির জন্য চরম দুর্ভোগ ডেকে আনে ৷"

ABOUT THE AUTHOR

...view details