কলকাতা, 12 ফেব্রুয়ারি: সন্দেশখালির প্রকৃত 'সন্দেশ' জানতে কেরল থেকে ফিরেই উত্তর 24 পরগনার অগ্নিগর্ভ সেই এলাকায় যাচ্ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ তিনি আগেই জানিয়েছিলেন যে, সন্দেশখালির পরিস্থিতি শোনার পর তিনি তাঁর কেরল সফর কাটছাঁট করে রাজ্যে ফিরে আসছেন এবং সোমবার ফিরেই তিনি নিজে যাবেন সন্দেশখালিতে ৷ সেই মতোই আজ সকালে দমদম বিমানবন্দরে অবতরণ করেই তিনি রওনা দিয়ে দেন সন্দেশখালির পথে ৷
সন্দেশখালি যাওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে রাজ্যপাল বলেন,"আমি কেরলে ছিলাম । ওখানে বেঙ্গল উৎসব হচ্ছিল । আমি যখন শুনলাম সন্দেশখালিতে ভয়ানক ঘটনা ঘটেছে, তখনই ওখানে প্রোগ্রাম কাটছাঁট করে ফিরে এসেছি । আমি সন্দেশখালি যাচ্ছি । নিজে গিয়ে দেখতে চাই যে, সন্দেশখালির গলিতে প্রকৃত কী সন্দেশ রয়েছে ৷ কী ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখব ।" রাজ্যপাল ইতিমধ্যেই রাজ্য সরকারের কাছে সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন । এক আধিকারিক জানিয়েছেন, রাজ্যপাল কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর শীর্ষ আধিকারিক এবং কেন্দ্রের চিফ ভিজিল্যান্স কমিশনারের সঙ্গেও এই নিয়ে আলোচনা করেছেন তিনি ৷