কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজভবনে উলটে গেল গাছ ৷ তদারকি করতে ময়দানে নামলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার সকালে রাজ্যপাল জনগণের উদ্দেশে বার্তা দেন ৷ তিনি বলেন, "দুর্যোগ মোকাবিলায় রাজভবনের দরজা খোলা রয়েছে ৷ আমজনতার জন্য দরজা খোলা থাকবে রাজভবনের ৷ একসঙ্গে সকলকে কাজ করতে হবে ৷ রেমাল মোকাবিলায় রাজভবনের টাস্ক ফোর্স পুরোদমে কাজ করছে ৷"
ঘূর্ণিঝড় রেমাল নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রবিবার গভীর রাতে তিনি জরুরি বৈঠক করেন রাজভবনের কর্মী-আধিকারিকদের সঙ্গে। সাধারণের মানুষের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য গঠন করেন টাস্কফোর্স । রাজভবনের ডিসপেনসরির 8 জন চিকিৎসক নিয়ে টাস্কফোর্স গঠন করেছেন সিভি আনন্দ বোস । 2টি আম্বুলেন্স জরুরি ভিত্তিতে রাখা হয়েছে । একই সঙ্গে যাঁরা এই দুর্যোগে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাঁদের জন্য রাজভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে ।
সূত্রের খবর, রাজ্যপালের এডিসি সন্দীপ রাজপুত কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন । বিপর্যয় মোকাবেলায় বিভিন্ন বাহিনীর সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন । রবিবার গভীর রাতে ভিডিয়ো বার্তায় সিভি আনন্দ বোস বলেছেন, "রাজ্যপাল হিসেবে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে জরুরি পর্যালোচনা সভার ডাক দেওয়া হয় । রাজভবন এই প্রয়োজনের সময়ে জনসাধারণকে সহায়তা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে । রাজভবন জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে । যদি জনসাধারণ নিরাপদভাবে থাকতে এবং অন্যান্য সহায়তার প্রয়োজন অনুভব করেন তাহলে রাজভবনে চলে আসতে পারেন ।"