পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেমাল মোকাবিলায় 8 সদস্যের চিকিৎসক টাস্কফোর্স গঠন, সরজমিনে তদারকি রাজ্যপালের - Cyclone Remal - CYCLONE REMAL

Governor on Cyclone Remal: রবিবার রাতেই ঘূর্ণিঝড় রেমাল মোকাবিলায় 8 সদস্যের চিকিৎসক টাস্কফোর্স গঠন করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার সকালে থেকেই সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে ময়দানে নেমে পড়েন তিনি ৷ আমজনতার জন্য রাজভবনের দরজা খোলা রয়েছে বলেও বার্তা দেন তিনি ৷

Governor CV Ananda Bose
সরজমিনে পরিস্থিতি তদারকি রাজ্যপালের (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : May 27, 2024, 11:25 AM IST

কলকাতা, 27 মে: ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজভবনে উলটে গেল গাছ ৷ তদারকি করতে ময়দানে নামলেন খোদ রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ সোমবার সকালে রাজ্যপাল জনগণের উদ্দেশে বার্তা দেন ৷ তিনি বলেন, "দুর্যোগ মোকাবিলায় রাজভবনের দরজা খোলা রয়েছে ৷ আমজনতার জন্য দরজা খোলা থাকবে রাজভবনের ৷ একসঙ্গে সকলকে কাজ করতে হবে ৷ রেমাল মোকাবিলায় রাজভবনের টাস্ক ফোর্স পুরোদমে কাজ করছে ৷"

একসঙ্গে রেমাল মোকাবিলার বার্তা রাজ্যপালের (ইটিভি ভারত)

ঘূর্ণিঝড় রেমাল নিয়ে উদ্বিগ্ন রাজ্যপাল সিভি আনন্দ বোস । রবিবার গভীর রাতে তিনি জরুরি বৈঠক করেন রাজভবনের কর্মী-আধিকারিকদের সঙ্গে। সাধারণের মানুষের নিরাপত্তা ও চিকিৎসা সংক্রান্ত পরিষেবা প্রদানের জন্য গঠন করেন টাস্কফোর্স । রাজভবনের ডিসপেনসরির 8 জন চিকিৎসক নিয়ে টাস্কফোর্স গঠন করেছেন সিভি আনন্দ বোস । 2টি আম্বুলেন্স জরুরি ভিত্তিতে রাখা হয়েছে । একই সঙ্গে যাঁরা এই দুর্যোগে ঘর ছাড়তে বাধ্য হয়েছেন তাঁদের জন্য রাজভবনে থাকার ব্যবস্থা করা হয়েছে ।

সূত্রের খবর, রাজ্যপালের এডিসি সন্দীপ রাজপুত কেন্দ্র ও রাজ্য উভয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখেছেন । বিপর্যয় মোকাবেলায় বিভিন্ন বাহিনীর সঙ্গেও তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন । রবিবার গভীর রাতে ভিডিয়ো বার্তায় সিভি আনন্দ বোস বলেছেন, "রাজ্যপাল হিসেবে ঘূর্ণিঝড় রেমাল নিয়ে জরুরি পর্যালোচনা সভার ডাক দেওয়া হয় । রাজভবন এই প্রয়োজনের সময়ে জনসাধারণকে সহায়তা করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে । রাজভবন জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে । যদি জনসাধারণ নিরাপদভাবে থাকতে এবং অন্যান্য সহায়তার প্রয়োজন অনুভব করেন তাহলে রাজভবনে চলে আসতে পারেন ।"

আরও পড়ুন:কলকাতা বিমানবন্দরে চালু হল বিমান পরিষেবা, রেমালের প্রভাবে এখনও বন্ধ ট্রেন

জনসাধারণকে কীভাবে ঘূর্ণিঝড় মোকাবিলা করতে হবে সে বিষয়ে উপযুক্ত কর্তৃপক্ষের নির্দেশাবলী অনুসরণ করার পরামর্শ দিয়েছেন রাজ্যপাল । মানুষকে নিরাপদ স্থানে থাকতেও পরামর্শ দিয়েছেন তিনি । সিভি আনন্দ বোস জানিয়েছেন, যারা ঝুঁকিপূর্ণ জায়গায় আছেন তারা অবিলম্বে উপযুক্ত কর্তৃপক্ষের সাহায্য চাইতে পারেন । প্রয়োজনে আগামী দু'একদিন রাজভবনে চিকিৎসা সুবিধা পাওয়া পেতে পারেন । দু’টি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে । প্রয়োজনের ভিত্তিতে আরও কিছু সংখ্যক অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার আশ্বাস দেওয়া হয়েছে ৷ যেকোনও সংকট ব্যবস্থাপনার জন্য চিফ মেডিক্যাল অফিসার কর্তৃক 8 সদস্যের জরুরি চিকিৎসা টাস্কফোর্স গঠন করা হয়েছে ।

রাজ্যপাল এবং রাজভবনের ঊর্ধ্বতন আধিকারিকরা গতকাল সারারাত জরুরি পরিষেবা প্রদানে ফোন কলে উপলব্ধ ছিলেন । জনগণকে সহায়তা দেওয়ার জন্য কেন্দ্র এবং রাজ্য উভয়ের পুলিশ বাহিনীর সঙ্গে সমন্বয় রাখা হয়েছে । রাজ্যপাল আস্থা প্রকাশ করেছেন যে, বাংলার স্থিতিশীল মানুষ স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তার সঙ্গে সংকট মোকাবিলা করবেনই ।

আরও পড়ুন:রেমালের প্রভাবে বানভাসি কলকাতা, রাতভর বৃষ্টি; সোমেও বাংলা দুর্যোগপূর্ণ

ABOUT THE AUTHOR

...view details