পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্লীলতাহানির অভিযোগে চুপ, রাজ্যপালের মুখে শুধুই রবীন্দ্রনাথ - Governor CV Ananda Bose - GOVERNOR CV ANANDA BOSE

Governor of West Bengal: রাজভবনে পালন করা হল রবীন্দ্র জয়ন্তী ৷ এদিন রাজভবনের 6 কর্মীকে 'নিষ্ঠাবান' কাজের স্বীকৃতি দিয়েছেন রাজ্যপাল। তা নিয়ে শুরু হয়েছে তরজা ৷ তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কোনও মন্তব্যই করেননি রাজ্যপাল

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

By ETV Bharat Bangla Team

Published : May 8, 2024, 4:20 PM IST

Updated : May 8, 2024, 4:29 PM IST

নিষ্ঠাবান কর্মীদের পুরস্কৃত করলেন রাজ্যপাল (নিজস্ব প্রতিনিধি)

কলকাতা, 8 মে: বিতর্কের আবহ সরিয়ে রেখে রাজভবনে পালিত হল রবীন্দ্র জয়ন্তী ৷ পাশাপাশি এদিন সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাজভবনের 6 কর্মীকে 'নিষ্ঠাবান' কাজের স্বীকৃতি দিয়েছেন রাজ্যপাল। তবে এদিন সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে তিনি বলেন, "আজকের দিনে রাজনীতি-আইন-সম্মানীয় সাংবিধানিক সহকর্মী সম্বন্ধে কিছু বলব না। আজ শুধুই রবীন্দ্রনাথ।" ফলে, তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে বর্তমান প্রতিক্রিয়া বা পদক্ষেপ কী হতে পারে সেই বিষয়ে মন্তব্য করেননি রাজ্যের সাংবাধিনাকি প্রধান ৷ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজভবনের ছ'জন কর্মীকে পুরস্কৃত করার বিষয়টি নিয়ে তরজা শুরু হয়েছে।

কিছুদিন আগে রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানি অভিযোগ ওঠার পরপর রাজভবন থেকে কর্মীদের স্পষ্ট বলে দেওয়া হয়েছিল কলকাতা পুলিশ বা অন্য কারও কাছে রাজভবনের কোনও বিষয় নিয়ে মুখ খোলা যাবে না। এরকম পরিস্থিতিতেই এদিনের পুরস্কার প্রদান অনুষ্ঠান হল। এদিকে যে 6 জন কর্মীকে পুরস্কৃত করা হয়েছে তাঁদের মধ্যে রাজ্যপালের দু'জন এডিসি আছেন ৷ আছেন ব্যারাকপুর রাজভবনের এক মালি। কলকাতা রাজভবনের এক কেক মেকার ও রাজ্যপালের পার্সোনাল সেক্রেটারি ৷

উল্লেখ্য, সপ্তাহখানেক আগেই রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছিলেন এক অস্থায়ী মহিলা কর্মী। অভিযোগ ওঠার পর দিনই কলকাতা ছাড়েন রাজ্যপাল। পূর্ব নির্ধারিত কর্মসূচি সেরে কোচি থেকে তিনি সোমবার রাতে কলকাতা ফিরেছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন। রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে তিনি বরাবরই রাজনীতির বাইরে থাকতে চেয়েছিলেন।

কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই তাঁকে রাজনীতির ময়দানে টেনে এনেছেন বলে দাবি করেছেন সিভি আনন্দ বোস। তাঁর আগে এক অডিয়ো বার্তায় রাজ্যপাল বলেছিলেন, অশুভ উদ্দেশ্যে আবারও একজনকে রাজভবনে বসানো হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে যাচাই করা হচ্ছে। এগুলো নির্বাচনী ছক ৷"

Last Updated : May 8, 2024, 4:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details