কলকাতা,13 মে: যাদবপুর বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের পর রাজ্যের আরও তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ নির্বাচনী আবহে সোমবার রাজভবনে ডেকে নয়া উপাচার্যদের হাতে নিয়োগপত্র তুলে দেন রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ রাজভবন সূত্রের খবর, ঝাড়গ্রামের সাধুরাম চাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া হয়েছে অধ্যাপক কল্লোল মজুমদারকে। অন্যদিকে, হুগলির তারকেশ্বর রানি রাসমণি গ্রিন বিশ্ববিদ্যালয় এবং ঠাকুরনগরের হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে আশুতোষ ঘোষ। অর্থাৎ, দু'টি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব সামলাবেন একজন-ই ৷
এর আগে গত 22 এপ্রিল রাজ্যের অনুমোদিত তথা উচ্চশিক্ষা দফতরের পাঠানো নামের তালিকা থেকেই ভাস্কর গুপ্তকে যাদবপুরের উপাচার্য হিসেবে নিয়োগ করেছিলেন রাজ্যপাল বোস। এ নিয়ে কটাক্ষ ছুঁড়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। রাজ্যপালকে খোঁচা দিয়ে তিনি টুইটে লিখেছিলেন, "শুভবুদ্ধির উদয় হয়েছে ৷" একইসঙ্গে রাজ্যের শিক্ষামন্ত্রী আশাপ্রকাশ করেছিলেন, অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলিও যাতে শীঘ্রই রাজ্য তথা উচ্চশিক্ষা দফতর অনুমোদিত উপাচার্য পায় ৷
এর দিনকয়েক পরেই রাজ্যের অনুমোদনে মান্যতা দিয়ে অধ্যাপক পবিত্র চট্টোপাধ্যায়কে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগপত্র দেন রাজ্যপাল ৷ রাজভবন সূত্রের দাবি, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের যেসব বিশ্ববিদ্যালয়ে উপাচার্য পদ শূন্য রয়েছে, সেইসব বিশ্ববিদ্যালয়ে 6 জন অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত নেন আচার্য সিভি আনন্দ বোস। এক্ষেত্রে রাজ্য সরকার প্রস্তাবিত 8 জনকে গত এপ্রিলে আলোচনার জন্য ডাকা হয়। একইসঙ্গে প্রাক্তন সকল উপাচার্যের বিরুদ্ধে অভিযোগ খতিয়ে দেখা হয়। এরপর ভাস্কর গুপ্ত এবং পবিত্র চট্টোপাধ্যায়কে দু'টি বিশ্ববিদ্যালয়ের ভিসি হিসেবে নিয়োগ করার পর সোমবার ফের দু'জনকে তিনটি বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব দেওয়া হল।
যদিও এর পরেও রাজভবন এবং রাজ্যের উচ্চশিক্ষা দফতরের দাবি দু'রকম। রাজ্য সরকারের দাবি, শীর্ষ আদালতের নির্দেশে তাদের সুপারিশ করা নামের তালিকাতেই রাজভবনকে সিলমোহর দিতে হচ্ছে। অন্যদিকে রাজভবনের বক্তব্য, আচার্য সরকার মনোনীত ব্যক্তিদেরই উপাচার্য হিসেবে নিয়োগ দেবেন বলে সুপ্রিম কোর্টের কোনও নির্দেশনা নেই। সুপ্রিম কোর্টের নির্দেশে উপাচার্য নিয়োগে আচার্যের কর্তৃত্ব স্পষ্ট হয়েছে।
আরও পড়ুন:
- 'রাজনীতি দিয়েই সবসময় খারাপ কাজ আটকেছে যাদবপুর', মত নয়া উপাচার্যের
- যাদবপুরের নয়া উপাচার্য ভাস্কর গুপ্ত, রাজ্যের কথা শুনল রাজভবন