কলকাতা, 15 মার্চ: কিছুদিন আগেই 100 টাকা করে দাম কমেছে রান্নার গ্যাসের ৷ এবার দু'টাকা করে কমল পেট্রোল, ডিজেলের দাম ৷ ভোটের আগে চমক নাকি সত্যি সাধারণ মানুষের কথা ভেবে দাম কমেছে পেট্রোপণ্যের ৷ কী বলছেন শহরবাসী, জানল ইটিভি ভারত ৷
পেট্রোল-ডিজেলের দাম কমেছে শুনে প্রথমেই এক চালক অবাক হলেন ৷ কারণ তিনি নাকি জানেন না দাম কমার বিষয়টি ৷ তিনি বলেন, "দু'টাকা কমেছে এটাও তো এখন অনেক। তবে আদৌ লাভের লাভ কিছু নেই। দাম আরও কমানোর প্রয়োজন আছে।" আর এক বাইক চালকের মতে, এক গ্লাস জল থেকে এক চামচ জল কমলে যেমন কোনও পার্থক্য ধরা যায় না ৷ তেমনই দু'টাকা কমিয়ে লাভ হবে না। আবার কোনও কোনও চালকের মতে, এখন 2 টাকা দাম কমলেও ভোট শেষে আবার দাম বাড়িয়েও দিতে পারে ৷ সবটাই এই নির্বাচনের আগে চমক।
উল্লেখ্য, দেশের স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে পোস্ট করে জানিয়েছেন পেট্রোল ও ডিজেলে দাম 2 টাকা করে কমানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি এই সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কৃতজ্ঞতা জানিয়েছেন। শুক্রবার সকাল 6টা থেকে দেশ জুড়ে সেই সিদ্ধান্ত বাস্তবায়ন হয়েছে। ফলে কলকাতায় এতদিন 105.94 টাকা ছিল প্রতি লিটার পেট্রোলের। নেওয়া হতো 106 টাকা। সেখানে এদিন থেকে দাম কমে দাঁড়াল 103.94 টাকায়।
পাশাপাশি ডিজেলের দাম ছিল প্রতি লিটার 92.74 টাকা। কলকাতায় সেই দাম হলো 90.74 টাকা। সম্প্রতি রান্নার গ্যাসে 100 টাকা দাম কমিয়েছে কেন্দ্রের সরকার। তাতে খানিক হলেও স্বস্তি পেয়েছেন গৃহিণীরা। অনেকেই খুশি। অনেকেই আবার চিন্তায় ভোটের পর কি হয়। ঠিক একই ভাবে পেট্রোল ডিজেলের দাম কমানো নিয়েও নানা মানুষ নানান মত প্রকাশ করেছেন।