শিলিগুড়ি, 6 মার্চ: দোরগোড়ায় লোকসভা নির্বাচন ৷ তার আগেই সকল রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে নেমে পড়েছে ময়দানে ৷ বুধবার তৃণমূল নেতা তথা শিলিগুড়ির মেয়র দেওয়াল লিখন কর্মসূচিতে বেরোন ৷ সেখানে গিয়েই তিনি মন্তব্য করেন, "হয় মরব, না হয় জিতব। এখন মরণবাঁচন পরিস্থিতি।" শুধু তাই নয়, যে করেই হোক দার্জিলিং ও জলপাইগুড়ি লোকসভা আসনে জয় পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়ার কথা জানালেন তিনি। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঠিক না-হলেও রাজনৈতিক দলগুলো জোরকদমে প্রচার কর্মসূচি শুরু করে দিয়েছে।
বুধবার থেকে দার্জিলিং লোকসভা আসনের জন্য দেওয়াল লিখনের মধ্য দিয়ে প্রচারের কাজ শুরু করেন শিলিগুড়ি পৌরনিগরের মেয়র গৌতম দেব। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকার পাশাপাশি পৌরনিগমের 12 নম্বর ওর্য়াডের হাকিমপাড়ার রাজা রামমোহন রায় সরণিতে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হয়। গৌতম দেবের পাশাপাশি দেওয়াল লিখনে উপস্থিত ছিলেন মেয়র পারিষদ মানিক দে-সহ অন্যান্য তৃণমূল কর্মী সমর্থকরা। তৃণমূল কংগ্রেসের তরফে এখনও প্রার্থী তালিকা ঘোষণা না-হলেও দলীয় প্রচারের কাজ শুরু করার কথা জানালেন গৌতম দেব।