মুর্শিদাবাদ, 8 জুলাই: বিএসএফের চোখে ধুলো দিতে সাইকেলের রডে করে সোনা পাচারের ছক ব্যর্থ হল ৷ অভিযুক্ত পাচারকারীকে আটক করলেন ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা জলঙ্গীর 146 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ৷ রবিবার ভারত-বাংলাদেশ সীমান্তের জলঙ্গি এলাকার ঘটনা ৷ পাচারকারীর কাছ থেকে 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়েছে ৷ যার মূল্য আনুমানিক 42 লক্ষ টাকা ৷
বিএসএফ সূত্রে খবর, আগে থেকেই তাদের কাছে খবর ছিল সোনার পাচারের ৷ সেই মতোই তৎপর ছিলেন বিএসএফের বাংলাদেশ সীমান্তের জলঙ্গির 146 নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা ৷ রবিবার দুপুরে বাংলাদেশ থেকে ভারতে একজনকে সাইকেল নিয়ে প্রবেশ করতে দেখেন তাঁরা ৷ গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে বিএসএফের জওয়ানরা ৷ সেইসঙ্গে সাইকেলে তল্লাশি শুরু হয় ৷ তল্লাশিতেই বেরিয়ে আসে সাইকেলের রডে কালো টেপে মোড়া বিভিন্ন আকারের 10টি সোনার বিস্কুট উদ্ধার হয়, যার ওজন 565 গ্রাম ৷ উদ্ধার হওয়া বিস্কুটের দাম 41 লক্ষ 81 হাজার 500 টাকা ৷ অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর দায়ের করা করেছে ৷ বাজেয়াপ্ত সোনা জলঙ্গির কাস্টমস স্টেশনে জমা করা হয়েছে।