ঘাটাল, 10 অগস্ট: লোকসভা নির্বাচনের আগে একসঙ্গে তিনটি পদ থেকে ইস্তফা দিয়েছিলেন দেব ৷ লোকসভা নির্বাচন শেষে ফের সেই সব পদে বহাল করা হল সাংসদ দেবকে ৷ এই ঘটনায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে ৷ পুরো বিষয়টিতে দেবের পাশে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস ৷ বিজেপি বিধায়ক শীতল কপাট কটাক্ষ করেছেন, 'শংকর চিলে'র মতো সাংসদকে উড়িয়ে নিয়ে ফের সেই জায়গায় বসিয়েছে তৃণমূল ৷
ঘাটালের সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ফিরলেন পুরনো পদগুলিতে (ইটিভি ভারত) লোকসভা নির্বাচনে লড়বেন না, এমনকী রাজনীতি থেকে সরে দাঁড়াচ্ছেন ৷ এই মর্মে ঘাটালে বিভিন্ন সরকারি সংস্থার শীর্ষপদ থেকে ইস্তফা দিয়েছিলেন ঘাটালের তৎকালীন বিদায়ী সাংসদ দীপক অধিকারী ওরফে দেব ৷ গত 3 ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে চিঠি দিয়েছিলেন তিনি ৷ কিন্তু, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনার পর, তৃণমূলের প্রতীকে নির্বাচনে দাঁড়ান তিনি ৷ পরে জিতে ফের সাংসদ নির্বাচিত হন ৷ ঘাটালের সাংসদ হওয়ার দেড় মাসের মধ্যে ইস্তফা দেওয়া তিনটি পদে ফিরে এলেন দেব ৷
যে পদগুলিতে দেব ফিরলেন- ঘাটালের বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান ৷ দ্বিতীয়ত, ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান এবং ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ৷
দেবের পদ পাওয়ার প্রসঙ্গে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, "হাসপাতালে যে বেহাল অবস্থা হয়ে রয়েছে, তাঁর উপর যেন নজর দেন ৷ কিন্তু, এই তৃণমূল আইন মানে না, তৃণমূল তৃণমূলের আইন চালায় ৷ এই পশ্চিমবাংলায় আইন বলে কিছু নেই ৷ সাংসদের ছেড়ে যাওয়া পদে, বিধায়ককে জায়গা না দিয়ে, 'শংকর চিলে'র মতো উড়িয়ে নিয়ে এসে সাংসদ-বাবুকে সেই জায়গা ফিরিয়ে দিয়েছে ৷ এখানে রোগীরা পরিষেবা পাচ্ছে না ৷"
দেবের পদ ফিরে পাওয়া নিয়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ শেখ আবুল কালাম বক্স ৷ তিনি বলেন, "নির্বাচন কমিশনের বিধি মেনে কিছু জায়গা থেকে পদত্যাগ করতে হয়েছিল ৷ পুনরায় ঘাটালের মতো একটি জনবহুল এলাকায় স্বাস্থ্য কেন্দ্রে রোগী কল্যাণ দফতরের চেয়াম্যান হয়েছেন ৷ জনস্বাস্থ্য দফতরের পক্ষ থেকে তাঁকে ধন্যবাদ জানাই ৷"
এনিয়ে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি আশিস হুদাইত বলেন, "নির্বাচনের আগে পদত্যাগ করে তিনি বার্তা দিতে চেয়েছিলেন জনগণকে, আমরা পদ নিয়ে প্রভাবিত হই না ৷ তাই তিনি পদত্যাগ করেছিলেন ৷ দিদির তাঁর প্রতি আস্থা আছে ৷ তাই তিনি সেই পদগুলি ফিরিয়ে দিয়েছেন ৷ এই কয়েক বছরে তাঁর কার্যকালে হাসপাতালগুলিকে পরিষেবার দিক থেকে যথেষ্ট সেরা করে দিয়েছেন সাংসদ ৷"