পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'আমি আবার বলব', কমিশনের শো-কজের পরেও প্রশাসনের বিরুদ্ধে সরব হিরণ - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Lok Sabha Election 2024: নির্বাচন কমিশনের শো-কজের পরেও প্রশাসনের বিরুদ্ধে সরব ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ আবারও রাজ্য প্রশাসনের বিরুদ্ধে কথা বলবেন বলে হুঁশিয়ারি দিলেন তিনি ৷ কমিশনের শো-কজের প্রেক্ষিতে দ্বিতীয় দফায় জবাব দেবেন মেদিনীপুর সদরের বিধায়ক ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 30, 2024, 10:51 AM IST

Updated : Mar 30, 2024, 1:09 PM IST

নির্বাচন কমিশনের শোকজের পরেও নিজের অবস্থানে অনড় হিরণ

ঘাটাল, 30 মার্চ: পুলিশ প্রশাসনকে গ্রামে ঢুকতে না-দেওয়ার জন্য, গ্রামবাসীদের উস্কানির দেওয়ার অভিযোগ উঠেছিল ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী হিরণ্ময় চট্টোপাধ্যায় তথা হিরণের বিরুদ্ধে ৷ যে ঘটনার প্রেক্ষিতে নির্বাচন কমিশন বিজেপি প্রার্থীকে শো-কজও করেছে ৷ কিন্তু, হিরণ নিজের অবস্থানে অনড় ৷ শুক্রবার ফের তিনি বললেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের দলদাস পুলিশকে আটকাতে আবারও একই কথা বলবেন ৷

ঘাটাল লোকসভার বিজেপি প্রার্থী তথা মেদিনীপুর সদর বিধানসভার বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়ের বক্তব্য, "নির্বাচন কমিশন আমাকে শো-কজ করেছে ৷ আমি তার একটা জবাব দিয়েছি ৷ আরও একটা জবাব আমি দেব ৷ কিন্তু, কমিশন আমার কথা শোনেনি ৷ আমি সেদিন বলেছিলাম, ভালো পুলিশও আছে ৷ তাঁদের আমি সম্মান করি, শ্রদ্ধা করি ৷ কিন্তু, মমতার দলদাস পুলিশ, মমতার দলদাস বিডিও, মমতার দলদাস এসডিও, তাঁদের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তুলতে বলেছি ৷ নয়তো গণতন্ত্র বাঁচবে কী করে ?"

পুলিশের বিরুদ্ধে সন্ত্রাস তৈরির অভিযোগ তুলেছেন হিরণ ৷ তাঁর অভিযোগ, পুলিশকে দিয়ে মিথ্যে রিপোর্ট তৈরি করানো হচ্ছে ৷ উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে ডেবরার ট্যাবাগেরিয়া ব্রিজের ভগ্নদশায় ক্ষুব্ধ হয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন হিরণ ৷ ঘণ্টাদু’য়েক অবস্থান বিক্ষোভের পর তিনি জনসংযোগ কর্মসূচি সেরে, বিডিও অফিসে উপস্থিত হন ৷ সেখানেও প্রায় দু’ঘণ্টা অবস্থান বিক্ষোভ করেন বিজেপি প্রার্থী ৷ বিডিও-র দফতরে দাঁড়িয়ে গ্রামবাসীদের উদ্দেশ্যে হিরণকে বলতে শোনা যায়, "আগামী দু’মাস লাঠি-ঝাঁটা নিয়ে গ্রাম পাহারা দিন ৷ গ্রামে কোনও পুলিশ প্রশাসনের লোকজনকে ঢুকতে দেবেন না ৷ আগামী দু’মাস সব কিছু আটকে রাখুন ৷ ভোটে জেতার পরে যা ব্যবস্থা নেওয়ার নেব ৷"

হিরণের এই বক্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের হয় ৷ তার প্রেক্ষিতেই কমিশন ঘাটালের বিজেপি প্রার্থীকে শো-কজ করেছিল ৷ এবার পালটা কমিশনের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি ৷ কমিশনকে উল্লেখ করে তাঁর প্রশ্ন, "আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পরেও, রাজ্য সরকার কীভাবে ঘাটাল মাস্টার প্ল্যানের ছাড়পত্র চাইতে পারে ? তবে, কি কমিশন নির্বাচন আয়োজন না করে, ঘাটাল মাস্টার প্ল্যানের পারমিশন দেবে ? এনিয়ে কেন রাজ্য সরকারকে শো-কজ করা হবে না ?

আরও পড়ুন:

  1. 'আমি শো-কজ পেলে হিরণ পাগলু ডান্স করত', একদা সতীর্থকে নিয়ে ক্ষুব্ধ দেব
  2. অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে 2 লক্ষের বেশি ভোটে হারানোর শপথ বিজেপি নেতার, দেখুন ভিডিয়ো
  3. ‘রেখা পাত্রকে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে পাঠাব আমরা’, বসিরহাটে মিছিল থেকে হুংকার শুভেন্দুর
Last Updated : Mar 30, 2024, 1:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details