কলকাতা, 4 ফেব্রুয়ারি: চলতি মরশুমে চেনা শীতের দেখা মেলেনি ৷ তবে, আর মিলবেও না। উল্টে ভরা মাঘেও গরম অনুভূত হচ্ছে। চলতি সপ্তাহের আগামী কয়েকটি দিন পারদ সামান্য নামলেও তা 17-18 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। মূলত, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই শীতে এই ঘাটতি বলে মনে করা হচ্ছে । ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়েই শীত বিদায় নিতে পারে।
তবে, বিদায় নেওয়ার আগে আরও একবার কমতে পারে শীতের তাপমাত্রা। দক্ষিণবঙ্গে পারদ পতনের সম্ভাবনা রয়েছে, পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
মঙ্গলের আবহাওয়ার পূর্বাভাস:
- ভোরে কুয়াশার দাপট, প্রায় সারাটা দিন আংশিক মেঘলা আকাশ থাকলেও আপাতত দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো আবহাওয়া থাকবে। কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী 3 দিনে দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা কমতে পারে 3-4 ডিগ্রি। কলকাতায় 18 ডিগ্রিতে নামতে পারে পারদ। তবে তারপর আবার ঠান্ডা কমবে। পরের 2 দিনে আবার 2-3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে বলে পূর্বাভাস রয়েছে।
- 15 ডিগ্রির নীচে পারদ নামার সম্ভাবনা নেই, বলছে হাওয়া অফিস। বেশকিছু জেলায় কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে আজ। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে।