পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিয়ালদা-এসপ্ল্যানেড সুড়ঙ্গের কাজ শেষ পর্যায়ে, দুর্গাপুজোতে মেট্রো চালুর সম্ভাবনা - KOLKATA METRO GREEN LINE

সব কিছু ঠিক থাকলে আর 10 মাসের মধ্যেই সম্পূর্ণ হয়ে যাবে অবশিষ্ট অংশের কাজ ৷ খতিয়ে দেখে এমনটাই জানাল কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷

Kolkata Metro Rail
শিয়ালদা ও এসপ্ল্যানেডের মধ্যে কাজের অগ্রগতি খতিয়ে দেখল মেট্রোরেল কর্তৃপক্ষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 26, 2024, 10:49 PM IST

কলকাতা, 26 নভেম্বর: মেট্রোরেল নেটওয়ার্কের গ্রিন লাইন বর্তমানে খন্ডিতভাবে চললেও দ্রুত সম্পূর্ণ রুটটি চালু হওয়ার দিকেই এগোচ্ছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ সেই কারণেই মঙ্গলবার গ্রিন লাইনের শিয়ালদা ও এসপ্ল্যানেডের মধ্যে কাজের অগ্রগতি খতিয়ে দেখলেন কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি এবং এই অংশের নির্মাণকারী সংস্থা কেএমআরসিএল-এর ম্যানেজিং ডিরেক্টর অনুজ মিত্তল ।

বর্তমানে গ্রিন লাইনের হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড লাইনটি যুক্ত হয়েছে ব্লু লাইনের সঙ্গে । শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত চলাচল করছে মেট্রোরেল । তবে এই এসপ্ল্যানেড থেকে শিয়ালদার মধ্যে কাজ শেষ হয়ে গেলে এই অংশটি জুড়ে দেবে দ্বিখণ্ডিত অন্য দুটি অংশকে ৷ তারপরই হাওড়া ময়দান থেকে সোজা সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পৌঁছে যাবে মেট্রো ।

গ্রিন লাইনে কতদূর এগোল শিয়ালদা-এসপ্ল্যানেড সুড়ঙ্গের কাজ, ঘুরে দেখল মেট্রো কর্তৃপক্ষ (ইটিভি ভারত)

এসপ্ল্যানেড ও শিয়ালদার মধ্যে সুড়ঙ্গের কাজ একেবারে শেষের মুখে । আর আজ এই কাজের অগ্রগতি দেখে সন্তুষ্ট মেট্রোরেল কর্তৃপক্ষ । এই দুটি শহরের মধ্যে অবিচ্ছিন্ন টিউব সফরের জন্য লক্ষ্যমাত্রার মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেন জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি । আর একবার এই রুটটি চালু হয়ে গেলে সোজা হাওড়া ও শিয়ালদা দুটি ট্রেন স্টেশন মেট্রো দ্বারা যুক্ত হয়ে যাবে । এক ধাক্কায় বাড়বে মেট্রোর যাত্রী সংখ্যাও ।

শিয়ালদা-এসপ্ল্যানেড মেট্রো সুড়ঙ্গের কাজ পরিদর্শনে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ (ইটিভি ভারত)

তবে অন্যান্য অংশে সুড়ঙ্গের কাজ ভালোভাবে সম্পন্ন হলেও এর মাঝে বউবাজারের মেট্রোর কাজের জন্য বারবার ধাক্কা খেয়েছে কাজের গতি । তবে আগে যেমনটা কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছিল যে, নিঃসন্দেহে বউবাজারের অংশের কাজ শেষ করতে বেশ বেগ পেতে হচ্ছে কর্তৃপক্ষকে ৷ এবার বিভিন্ন অত্যাধুনিক ইঞ্জিনিয়ারিং ব্যবস্থা এবং দক্ষ বিদেশি এবং দেশীয় ইঞ্জিনিয়ারদের পরামর্শ সাপেক্ষে খুবই যত্ন সহকারে এই অংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে জানিয়েছে তারা । আর কোনও বাধা না এলে আগামী 10 মাসের মধ্যেই সম্পূর্ণ সুড়ঙ্গের কাজ শেষ হয়ে যাবে বলেই মনে করছে মেট্রোরেল কর্তৃপক্ষ ।

অর্থাৎ, সব কিছু ঠিকঠাক এগোলে 2025 সালের দুর্গাপুজোর আগে চালু হয়ে যেতে পারে এই অংশে বাণিজ্যিক মেট্রো পরিষেবা । আর এই অংশ একবার জুড়ে গেলে 16.6 কিলোমিটার রাস্তা মেট্রোরেল পার হওয়া যাবে ।

ABOUT THE AUTHOR

...view details