কাটোয়া, 10 ফেব্রুয়ারি: সোনার দোকানে ডাকাতির ঘটনার উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তদন্তে নেমে উত্তরপ্রদেশের বাদায়্যুং গ্যাংয়ের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে নগদ 1 লক্ষ 66 হাজার টাকা, প্রায় 26 লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা, 5টি ওয়ান সাটার পিস্তল, 40 রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া সোনা-রুপোর গহনা সংশ্লিষ্ট সোনার দোকানের কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনচারেক আগে কাটোয়া থানার অগ্রদ্বীপ রেল স্টেশন সংলগ্ন একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ 7 জনকে গ্রেফতার করে। অভিযুক্তরা দশরথ সিং, ছেবিরাম সিং, হাকিম সিং,রামবাবু সিং, ব্রিজপাল সিং উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলা এবং বসন্তি দেবী কাসুয়া ও মিনা দেবী কাসুয়া উত্তরপ্রদেশের আওরাইয়া জেলার বাসিন্দা। ধৃতেরা উত্তরপ্রদেশের বদায়ুঁ গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে। ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে ৷