পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কাটোয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত উত্তরপ্রদেশের গ্যাং, তদন্তে জানাল পুলিশ - robbery case update

Gold Shop Robbery: কাটোয়ায় সোনার দোকানে ডাকাতির ঘটনায় জড়িত উত্তরপ্রদেশের বাদায়্যুং ৷ ধৃতদের কাছ থেকে নগদ 1 লক্ষ 66 হাজার টাকা, প্রায় 26 লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা, 5টি ওয়ান সাটার পিস্তল, 40 রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ ।

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Feb 11, 2024, 8:04 AM IST

কাটোয়া, 10 ফেব্রুয়ারি: সোনার দোকানে ডাকাতির ঘটনার উঠে এল চাঞ্চল্যকর তথ্য ৷ তদন্তে নেমে উত্তরপ্রদেশের বাদায়্যুং গ্যাংয়ের হদিশ পেল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। পূর্ব বর্ধমানের কাটোয়া থানার পুলিশ ঘটনায় 7 জনকে গ্রেফতার করেছে। ধৃতদের কাছ থেকে নগদ 1 লক্ষ 66 হাজার টাকা, প্রায় 26 লক্ষ টাকার সোনা ও রূপোর গহনা, 5টি ওয়ান সাটার পিস্তল, 40 রাউন্ড গুলি ও বেশ কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে পুলিশ । উদ্ধার হওয়া সোনা-রুপোর গহনা সংশ্লিষ্ট সোনার দোকানের কি না, তা খতিয়ে দেখা হচ্ছে ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দিনচারেক আগে কাটোয়া থানার অগ্রদ্বীপ রেল স্টেশন সংলগ্ন একটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। তদন্তে নেমে কাটোয়া থানার পুলিশ 7 জনকে গ্রেফতার করে। অভিযুক্তরা দশরথ সিং, ছেবিরাম সিং, হাকিম সিং,রামবাবু সিং, ব্রিজপাল সিং উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলা এবং বসন্তি দেবী কাসুয়া ও মিনা দেবী কাসুয়া উত্তরপ্রদেশের আওরাইয়া জেলার বাসিন্দা। ধৃতেরা উত্তরপ্রদেশের বদায়ুঁ গ্যাংয়ের সদস্য বলে জানা গিয়েছে। ধৃতদের কাটোয়া মহকুমা আদালতে তোলা হয়েছে ৷

পুলিশের পক্ষ থেকে জানা গিয়েছে, ধৃতরা কাটোয়া শহরেই বাড়ি ভাড়া নিয়ে থাকত। তাদের মধ্যে কয়েকজন দিনের বেলা কম্বল বিক্রি করতো ৷ কয়েকজন আবার রাজস্থানি কুলফি বিক্রি করতো । সেই সুযোগে বিভিন্ন দোকান ও বাজার থেকে খবরাখবর সংগ্রহ করত ৷ রাতের বেলায় তারা ডাকাতির সন্ধানে বের হত। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই ডাকাত দলটি রাজ্যের বেশ কয়েকটি জায়গায় চুরি ডাকাতির ঘটনায় জড়িত আছে । কাটোয়ার অগ্রদ্বীপ ছাড়াও, পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর কালেখাঁতলা, মুর্শিদাবাদের ভরতপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের বিরুদ্ধে চুরি ডাকাতির অভিযোগ আছে ।

আরও পড়ুন:

  1. বীমার মোটা টাকা হাতাতে দোকানে ভুয়ো ডাকাতির গল্প ফাঁদলেন মালিক
  2. কলকাতা-রাঁচিগামী বাসে ভয়াবহ ডাকাতি, সাতসকালে নিমেষে লুট 30 লক্ষ টাকা
  3. লুঠপাটের পর ঘুগনি খেয়ে চম্পট, তদন্তে বেরোল গ্রামের 'ভালো' জামাই ডাকাতদলের সোর্স

ABOUT THE AUTHOR

...view details