কলকাতা, 20 ফেব্রুয়ারি: রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ থেকে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের চার এবং বিজেপির একজন প্রার্থী । মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়ী হলেন নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা ঠাকুর ও সাগরিকা ঘোষ । অন্যদিকে বিজেপির একমাত্র প্রার্থী শমীক ভট্টাচার্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ।
এ দিন বিজয়ী ঘোষণা হওয়ার পর রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী । এ দিন তাঁদের এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব । যে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারই ফল হিসেবে এই জয় বলেছেন তিনি ।
বিজয়ী ঘোষণা হওয়ার পর আধার বাতিল নিয়ে কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছেন মমতাবালা ঠাকুর । তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার আধার বাতিলের মাধ্যমে এনআরসি ঘুরপথে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে পথে নামছে মতুয়া সমাজ । অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে আধার বাতিল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরনা অবস্থানে বসা হবে ।