পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যসভার ভোটে বাংলা থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূলের চার ও বিজেপির এক প্রার্থী - BJP

Rajya Sabha Elections: পশ্চিমবঙ্গে রাজ্যসভার পাঁচটি আসনে ভোট ছিল ৷ পাঁচটি আসনে পাঁচজন প্রার্থীই বিনা প্রতিদ্বন্দ্বিতায় মঙ্গলবার জিতলেন ৷ তৃণমূলের চারজন জিতে সাংসদের উচ্চকক্ষের সদস্য হলেন ৷ আর পঞ্চম প্রার্থী হিসেবে জিতলেন বিজেপির শমীক ভট্টাচার্য ৷

Rajya Sabha Elections
Rajya Sabha Elections

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 7:49 PM IST

কলকাতা, 20 ফেব্রুয়ারি: রাজ্যসভার নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পশ্চিমবঙ্গ থেকে জয়ী হলেন তৃণমূল কংগ্রেসের চার এবং বিজেপির একজন প্রার্থী । মঙ্গলবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়ী হলেন নাদিমুল হক, সুস্মিতা দেব, মমতা ঠাকুর ও সাগরিকা ঘোষ । অন্যদিকে বিজেপির একমাত্র প্রার্থী শমীক ভট্টাচার্যও বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেন ।

এ দিন বিজয়ী ঘোষণা হওয়ার পর রাজ্য বিধানসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের চার প্রার্থী । এ দিন তাঁদের এই জয়কে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় আখ্যা দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সুস্মিতা দেব । যে বিপুল জনসমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য বাংলার মুখ্যমন্ত্রী হয়েছিলেন, তারই ফল হিসেবে এই জয় বলেছেন তিনি ।

রাজ্যসভায় জয়ের সার্টিফিকেট নিচ্ছেন তৃণমূলের চারজন প্রার্থী

বিজয়ী ঘোষণা হওয়ার পর আধার বাতিল নিয়ে কেন্দ্রীয় চক্রান্তের বিরুদ্ধে সরব হয়েছেন মমতাবালা ঠাকুর । তাঁর দাবি, কেন্দ্রীয় সরকার আধার বাতিলের মাধ্যমে এনআরসি ঘুরপথে চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে । এর প্রতিবাদে পথে নামছে মতুয়া সমাজ । অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের তরফ থেকে আধার বাতিল নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধরনা অবস্থানে বসা হবে ।

রাজ্যসভায় জয়ের সার্টিফিকেট নিচ্ছেন বিজেপির শমীক ভট্টাচার্য৷

একই ভাবে এ দিন ‘এক নেতা, এক দেশ ও এক রাজনৈতিক দলের শাসন’ কায়েমের চেষ্টার বিরুদ্ধে সরব হয়েছেন প্রথমবারের জন্য রাজ্যসভায় জয়ী তৃণমূল প্রার্থী সাগরিকা ঘোষ । তিনি বলেন, ‘‘এক পার্টি, এক নেতা ছাড়া কারও কোন অভিযোগ-অধিকার থাকবে না । এ কোন গণতন্ত্র?’’ তিনি এর বিরুদ্ধে সরব হওয়ার কথা বলেছেন ।

অন্যদিকে এ দিন বিজয়ী সার্টিফিকেট হাতে পেয়েছেন বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্যও ।

আরও পড়ুন:

  1. রাজস্থান থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি
  2. রাজ্যসভা নির্বাচনে চার প্রার্থীর নাম ঘোষণা তৃণমূলের, তালিকায় সাগরিকা-সুস্মিতাও
  3. তৃণমূলের পর প্রার্থী ঘোষণা বিজেপির, রাজ্যসভা নির্বাচনে পদ্ম-প্রার্থী শমীক

ABOUT THE AUTHOR

...view details