কলকাতা, 24 এপ্রিল: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলা করার জন্য ষড়যন্ত্রের মামলায় এবার লালবাজারের গুন্ডা দমন শাখার নজরে আরও চারজন । বুধবার জিজ্ঞাসাবাদের জন্য ওই চারজনকে তলব করেছেন তদন্তকারী আধিকারিকরা ৷ তাঁদের থেকে তদন্তকারীরা এই ঘটনায় আরও বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবেন বলেই লালবাজার সূত্রে খবর ৷
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের উপর হামলা করার জন্য ষড়যন্ত্রে মূল অভিযুক্ত রাজারাম রেগে ৷ তাঁকে আগেই গ্রেফতার করেছে কলকাতা পুলিশ ৷ তিনি এখন কলকাতা পুলিশের হেফাজতে রয়েছেন ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে একাধিক তথ্য় পেয়েছে কলকাতা পুলিশ ৷
লালবাজার সূত্রে আগেই জানা গিয়েছিল যে অভিষেকের আপ্তসহায়কের সঙ্গে যোগাযোগ করেছিলেন এই রাজারাম ৷ এছাড়া আরও চারজনের সঙ্গে তিনি যোগাযোগ করেন বলে কলকাতা পুলিশ সূত্রে খবর ৷ ওই সূত্র জানিয়েছে যে সংশ্লিষ্ট চারজনের সঙ্গে দেখা করেছিলেন রাজারাম ৷ তাঁদের সঙ্গে রাজারামের নিয়মিত কথাও হতো৷ তদন্তকারীরা এখন জানতে চান যে ওই চারজনের সঙ্গে কোথায় কোথায় বৈঠক হয়েছিল রাজারামের ? কেন তাঁদের সঙ্গে বৈঠক করেছিলেন তিনি ? ওই চারজনের কি রাজ্যের প্রভাবশালীদের কাছে যাওয়ার মতো যোগাযোগ ছিল কি না !
রাজারামকে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দারা মুম্বই থেকে গ্রেফতার করে । সেই সময়ই জানা গিয়েছিল যে অভিষেকের বাড়ির সামনে এসে একাধিক ভিডিয়ো করেছিলেন রাজারাম ৷ সেই ভিডিয়ো অন্যত্র পাঠিয়েও দেন ৷ কলকাতায় এসে শেক্সপিয়ার সরণি থানার অন্তর্গত একটি হোটেলে দু’রাত কাটিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়কের সঙ্গে বেশ কয়েকবার কথাও বলেন রাজারাম । ফলে তদন্তকারীরা জানতে চাইছেন যে নেপথ্যে আরও বড় কেউ জড়িত আছেন কি না ! আর অভিষেক বন্দ্যোপাধ্য়ায়কেই বা কেন টার্গেট করা হয়েছিল ?
অন্যদিকে লালবাজারের গোয়েন্দারা জানতে পেরেছেন যে গত 26/11-তে মুম্বই হামলার আগে মূলচক্রী ডেভিড কোলম্যান হেডলির সঙ্গে রাজারামের দেখা হয় ৷ হেডলি যখন মুম্বই এসেছিল, তখনই দু’জনের সাক্ষাৎ হয় ৷ সেই সময় রাজারাম নিজেকে রাজনৈতিক নেতা বলে পরিচয় দিয়েছিলেন ৷ বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে দেখা করিয়ে দেবেন বলেও হেডলিকে আশ্বাস দিয়েছিলেন তিনি ৷ তদন্তকারীরা খতিয়ে দেখছেন যে সেই তালিকায় পশ্চিমবঙ্গের কোনও রাজনৈতিক নেতা ছিলেন কি না !
উল্লেখ্য়, 2013 সালের 24 জানুয়ারি ডেভিড হেডলিকে 35 বছরের কারাদণ্ড নির্দেশ দিয়েছিল মার্কিন আদালত । হামলার ষড়যন্ত্র সংক্রান্ত বিস্তারিত তথ্য হাতে পেতে 2015 সালের 10 ডিসেম্বর তাকে রাজসাক্ষী করতে রাজি হয়েছিল মুম্বইয়ের বিশেষ আদালত । 2016 সালের 16 ফেব্রুয়ারি ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে মুম্বই হাইকোর্টে সাক্ষ্য দিতে শুরু করে সে ।
আরও পড়ুন:
- অভিষেকের উপর হামলার ষড়যন্ত্র, মুম্বইয়ে গ্রেফতার অভিযুক্ত
- মমতার বাড়িতেও কি গিয়েছিল রাজারাম? তথ্য জানতে হেফাজতে নিল লালবাজার
- লালবাজারের নাকের ডগায় রাত কাটায় জঙ্গিরা, জানতেই পারেনি কেউ