পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

চাকরির টোপ দিয়ে ইন্টারনেটে ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ, পুলিশের জালে চার প্রতারক - Fraud Case

Fraud Case: চাকরির টোপ দিয়ে ইন্টারনেটে ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ! পুলিশের জালে চার প্রতারক । ধৃতদের নাম অরিজিৎ চৌধুরী, প্রসেনজিৎ সাহা, ঋত্বিক ভদ্র ও অরিজিৎ ভারতী । গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ ডমেস্টিক এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই চার প্রতারক-কে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে দুটি ল্যাপটপ, একাধিক মোবাইল এবং বেশকিছু নথি বাজেয়াপ্ত হয়েছে ।

Fraud Case News
চাকরির টোপ দিয়ে ইন্টারনেটে ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ

By ETV Bharat Bangla Team

Published : Jan 26, 2024, 4:33 PM IST

দক্ষিণেশ্বর, 26 জানুয়ারি: চাকরির টোপ দিয়ে ইন্টারনেটে ফাঁদ পেতে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগ ! পুলিশের জালে চার প্রতারক । ধৃতদের নাম অরিজিৎ চৌধুরী, প্রসেনজিৎ সাহা, ঋত্বিক ভদ্র ও অরিজিৎ ভারতী । গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণেশ্বর থানার পুলিশ ডোমেস্টিক এলাকার একটি ভাড়া বাড়িতে অভিযান চালিয়ে হাতেনাতে পাকড়াও করে ওই চার প্রতারককে । পুলিশ সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে দু'টি ল্যাপটপ, একাধিক মোবাইল এবং বেশকিছু নথি বাজেয়াপ্ত হয়েছে । এই প্রতারণা চক্রের সঙ্গে আর কেউ যুক্ত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণেশ্ব স্কাইওয়াক সংলগ্ন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে গোটা অপারেশনটি চালাতেন প্রতারকরা । ধৃত চারজন হাওড়া, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা । এর মধ্যে প্রতারণা চক্রের মাথাও রয়েছে । এরা চাকরির একটি সংস্থা খুলে মূলত বিজ্ঞাপন দিতেন ইন্টারনেটের বিভিন্ন সাইটে । সেখানে প্রলোভন দেখানো হত চাকরিপ্রার্থীদের । বলা হত, ন'হাজার টাকার ক্র‍্যাশ কোর্স করলেই ব‍্যাঙ্কে চাকরি নিশ্চিত । এভাবে ফাঁদ পেতে বহু চাকরি প্রার্থীর কাছ থেকে কয়েক লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে এই প্রতারণা চক্রের বিরুদ্ধে । অভিযোগ পেয়ে শেষে পুলিশের তৎপরতায় বৃহস্পতিবার ভোররাতে ধরা পড়ে চার প্রতারক ।

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, ইন্টারনেট সাইটে ইচ্ছুক চাকরি প্রার্থীদের টোপ দিয়ে বলা হত সংস্থার অফিসে ওয়াকিং ইন্টারভিউয়ে আসার জন্য । এরপর তাঁরা যখন সরাসরি সেখানে এসে সাক্ষাৎ করতেন । তখন তাঁদের ইন্টারভিউ নেওয়ার পর বলা হত অসফল হয়েছেন চাকরি প্রার্থীরা । আর সঙ্গে সঙ্গে অসফল প্রার্থীদের প্রলোভন দেখিয়ে ন'হাজার টাকার ক্র‍্যাশ কোর্সের টোপ দিতেন এই প্রতারকরা । গ‍্যারান্টি দেওয়া হত সরকারি চাকরি পাওয়ার ক্ষেত্রে । এজন্য ন'দিনের কোর্স করলেই চলবে । তাতেই পা দিয়ে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন বহু চাকরিপ্রার্থী ।

এদিকে,টাকা দিয়েও সরকারি চাকরি না মেলায় শেষমেশ পুলিশের দ্বারস্থ হন প্রতারিতদের একাংশ । দক্ষিণেশ্বর থানায় দায়ের হয় অভিযোগও । আর তাতেই এই প্রতারণা চক্রের পর্দা ফাঁস করে পুলিশ । প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, এই প্রতারণা চক্রের সঙ্গে আরও অনেকেই জড়িয়ে থাকতে পারে । সেই কারণে ধৃতদের নিজেদের হেফাজতে নিতে শুক্রবার তাদের পেশ করা হয়েছে ব‍্যারাকপুর মহকুমা আদালতে । অন‍্যদিকে, এর সঙ্গে আন্তঃরাজ্য প্রতারণা চক্রের যোগ থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না দক্ষিণেশ্বর থানার পুলিশ ।

আরও পড়ুন:

  1. সন্দেশখালিকাণ্ডের 'নায়ক' শাহজাহান কোথায় ? জানেন কারামন্ত্রী
  2. রেড রোডের কুচকাওয়াজ থেকে সম্প্রীতির বার্তা রাজ্য সরকারের
  3. রাজ্যের একাধিক জায়গায় নমো নবমতদাতা সম্মেলনে পুলিশি বাধা, অভিযোগ বিজেপির

ABOUT THE AUTHOR

...view details