রায়গঞ্জ, 24 এপ্রিল:সদ্য প্রকাশিত হয়েছে এসএসসি দুর্নীতির রায় ৷ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে বাতিল হয়েছে প্রায় 26 হাজার নিয়োগ ৷ এই তালিকায় রয়েছে উত্তর দিনাজপুরের একাধিক শিক্ষক-শিক্ষিকা ও অশিক্ষক কর্মী ৷ স্থানীয় জেলা পরিষদের প্রাক্তন সভাধিপতি কবিতা বর্মণও আছেন সেই তালিকায় । চাকরি হারিয়ে দুর্নীতির জন্য রাজ্য সরকারকেই দায়ী করলেন তিনি ৷
তাঁর কথায়, "এই দুর্নীতির জন্য রাজ্য সরকারই দায়ী, আমরা দায়ী নই । রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থাকে দুর্নীতির পথে নিয়ে যাচ্ছে ৷ শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি করেছে।" উত্তর দিনাজপুরের ইটাহার ব্লকের বালিজোল উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষিকা হিসেবে কর্মরত ছিলেন কবিতা বর্মণ । দুর্নীতি হয়েছে তা অকপটে স্বীকার করেছেন কবিতাদেবী ৷
2018 থেকে 2023 সাল পর্যন্ত তৃণমূল পরিচালিত উত্তর দিনাজপুরের জেলা পরিষদের সভাধিপতি ছিলেন তিনি । তার স্বামী প্রফুল্ল বর্মন সেই সময়ে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ এবং হেমতাবাদের ব্লক তৃণমূল সভাপতি পদে ছিলেন । অভিযোগ, সেই সময়েই চাকরি পেয়েছেন কবিতা বর্মণ ৷ তাঁর বিরুদ্ধেও সাদা খাতা জমা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে ।
তিনি বলেন, "হাইকোর্টের নির্দেশিকা তো এখন মানতেই হবে । দুর্নীতি হয়েছে । সাদা খাতা দিয়ে আমার চাকরি হয়েছিল এটা ঠিক না । সাদা কথা জমা দিয়ে তো কারও চাকরি হয় না । গোটা প্যানেলটাই বাতিল হয়েছে, সেটা সবাইকে মেনে নিতে হবে।" সম্প্রতি, কবিতা বর্মণ এবং তার স্বামী প্রফুল্ল বর্মণ তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । এই বিষয়ে কবিতা বর্মণের স্বামী প্রফুল্ল বর্মণ কিছু জানাননি ৷
এসএসসি দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই তোলপাড় রাজ্য-রাজনীতি ৷ 22 এপ্রিল, সোমবার কলকাতা হাইকোর্টে রায়ে স্কুল সার্ভিস কমিশনের 2016 পুরো প্যানেল (গ্রুপ-সি, ডি, নবম-দ্বাদশ) বাতিল হয়েছে ৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 281 পাতার রায় দান করেছে হাইকোর্ট ৷ সেই রায়ে 25,753 জনের নিয়োগ বাতিল করে বিচারপতি দেবাংশু বসাক এবং শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ৷ একইসঙ্গে নয়া টেন্ডার ডেকে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনকে ৷
আরও পড়ুন:
- বাতিল 2016 এসএসসি'র সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া, একনজরে নির্দেশনামায় কী বলল হাইকোর্ট
- 23 হাজারের বেশি নিয়োগ বাতিল, এসএসসি মামলার রায়ে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালুর নির্দেশ হাইকোর্টের