পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কবে বঙ্গভঙ্গের প্রস্তাব দিয়েছে ? জন্মদিনের মিষ্টিমুখে প্রশ্ন দিলীপের - Dilip Ghosh on Bengal Division - DILIP GHOSH ON BENGAL DIVISION

Dilip Ghosh Slams TMC-led WB Govt: আজ দিলীপ ঘোষের জন্মদিন ৷ বিধানসভায় নিজের ঘরে কেক কেটে ‘প্রাক্তনী’র বিশেষ দিন উদযাপন করলেন শুভেন্দু অধিকারী ৷ মিষ্টিমুখ শেষেই তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানালেন দলের ‘সফলতম’ রাজ্য সভাপতি ৷

Dilip Ghosh
দিলীপ ঘোষ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 1, 2024, 3:55 PM IST

Updated : Aug 1, 2024, 6:47 PM IST

কলকাতা, 1 অগস্ট: ‘‘তৃণমূল সরকার উত্তরবঙ্গ উন্নয়নের বিরোধী । তাই তারা বিজেপির নামে বঙ্গভঙ্গের অপপ্রচার চালাচ্ছে ।’’ বিধানসভায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপি’র প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ ৷ বৃহস্পতিবার বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আমন্ত্রণে গিয়েছিলেন দিলীপ ঘোষ ৷ সেখানেই দলের ‘সফলতম’ রাজ্য সভাপতির জন্মদিন পালন করলেন শুভেন্দু অধিকারী এবং অন্যান্য বিজেপি বিধায়করা । বিরোধী দলনেতার ঘরেই তাঁকে উত্তরীয় পরিয়ে ও মিষ্টি খাইয়ে জন্মদিনের শুভেচ্ছা জানান বাকিরা।

বিধানসভায় দিলীপ ঘোষের জন্মদিন পালন (ইটিভি ভারত)

বিধানসভার বাইরে বঙ্গভঙ্গের প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে একহাত নিলেন দিলীপ ঘোষ । তিনি বলেন, ‘‘তৃণমূল সরকার উত্তরবঙ্গ উন্নয়নের বিরোধী ৷ তাই তারা বিজেপির নামে বঙ্গভঙ্গের অপপ্রচার চালাচ্ছে ৷ বিধানসভায় বঙ্গভঙ্গ বিরোধী বিলের প্রস্তাব আনা হবে । বিজেপি নাকি পশ্চিমবঙ্গকে ভাগ করতে চাইছে । বিজেপির নামে এমনটাই অপপ্রচার চালানো হচ্ছে । আমি জানি না বিজেপি কবে, কোথায় এই প্রস্তাব বা প্রতিশ্রুতি দিয়েছে । এমনকী দলের ম্যানিফেস্টোতেও এমনটা লেখা নেই ।’’

তাঁর কথায়, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পশ্চিমবঙ্গের জন্ম দিয়েছিলেন । তাই পশ্চিমবঙ্গের প্রতি বিজেপির দরদ, মমতা কারও চেয়ে কম নয় ৷ যারা এই বিভাজনের রাজনীতি করে ভোট নিতে চান, তাদের নিশ্চুপ থাকা উচিত ৷ তারা উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী করেছেন, উত্তরায়ন করেছেন ৷ যেখানে কোনও আধিকারিক নেই । শুধু উত্তরবঙ্গের মানুষকে বোকা বানানোর জন্য এটা করা হয়েছে ।

‘‘গোর্খাল্যান্ডের কথা কে বলেছে ? এটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, বিজেপি নয় । কামতাপুরী আন্দোলনের নেতা আজকে কার সঙ্গে আছে ? আনন্দ মহারাজ বিজেপির সঙ্গে রয়েছে কিন্তু তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করলে সেটা বিচ্ছিন্নতাবাদ হয় না ? এইভাবে বারবার উত্তরবঙ্গের মানুষকে পিছিয়ে রাখা হয়েছে । বঞ্চনা করা হয়েছে । তাদের অধিকার হরণ করা হয়েছে ৷ ’’

তিনি বলেন, ‘‘বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার উত্তরবঙ্গ উন্নয়নে উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার জন্য একটা মডেল দিয়েছেন । এরকম অনেক মডেল রয়েছে । কারণ তিনি নিজে এবং তাঁর ভোটাররা উত্তরবঙ্গের মানুষ । তাঁদের কিছু আশা রয়েছে । পশ্চিমবঙ্গের 5টি পিছিয়ে পড়া জেলা রয়েছে । সেই জেলাগুলির উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার কাজ করে চলেছে ৷ এই রাজ্য সরকার নানারকম কথা বলে একটা বিচ্ছিন্নতাবাদী ছাপ দেওয়ার চেষ্টা করছে ৷ এটা বুঝেই ওখানকার মানুষ কখনও তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়নি ।

Last Updated : Aug 1, 2024, 6:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details