পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধীরে ধীরে নামছে জল, স্বাভাবিক ছন্দে ফেরার চেষ্টায় বানভাসি ঘাটাল - Ghatal Flood situation - GHATAL FLOOD SITUATION

Ghatal Flood Situation: বন্যা কবলিত ঘাটালে ধীরে ধীরে নামতে শুরু করেছে জল ৷ শুরু হয়েছে স্বাভাবিক ছন্দে ফেরার কাজ ৷ ব্লিচিং দিয়ে পরিষ্কার করা চলছে থানার ভিতর ও বাইরে ৷ তবে এখনও জলের নীচে ঘাটালের একাধিক এলাকা ৷

Ghatal Flood Situation
ঘাটাল থানা থেকে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Sep 22, 2024, 3:39 PM IST

ঘাটাল, 22 সেপ্টেম্বর: কিছু কিছু এলাকায় ধীরগতিতে জল কমছে ঘাটালে ৷ জল নামতেই ব্লিচিং দিয়ে পরিষ্কারের কাজ শুরু করেছে পুরসভা । ঘাটাল থানা থেকেও নামছে জল ৷ স্বাভাবিক ছন্দে ফিরতে তৎপরতা শুরু ঘাটাল থানায় ৷ চলছে পরিষ্কারের কাজও । তবে এখনও জলমগ্ন ঘাটাল পুর এলাকা ও ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা ৷

প্লাবিত ঘাটালে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ভিডিয়ো)

গত কয়েকদিনের টানা বৃষ্টি, সঙ্গে জলাধারগুলো থেকে জল ছাড়ার ফলে প্লাবিত হয়ে পড়েছিল পশ্চিম মেদিনীপুরের অন্যতম ডিভিশনের শেষ প্রান্ত ঘাটাল এলাকা । শুধু ঘাটাল নয়, সেই সঙ্গে ডুবে যায় দাসপুর, চন্দ্রকোনা-সহ বিস্তীর্ণ এলাকা । গ্রামীণ এলাকার সঙ্গে ডুবে ছিল ঘাটাল থানাও । অবশেষে তিনদিন পার হয়ে যাওয়ার পর ধীরে ধীরে জল নামতে শুরু করেছে সেখানে ৷ তাতে স্বস্তির ছায়া সংশ্লিষ্ট এলাকায় ।

চলছে ব্লিচিং দিয়ে পরিষ্কারের কাজ (নিজস্ব ছবি)
নৌকাই ভরসা নাগরিকদের (নিজস্ব ছবি)

উল্লেখ্য, ঘাটাল থানা ও পুরসভা জলমগ্ন হয়ে পড়ায় অন্যত্র চলছিল দুটি দফতরের সমস্ত কাজ । জল নামায় দুটি দফতরের কাজ দ্রুত স্বাভাবিক ছন্দে ফিরবে বলে আশা করা হচ্ছে । যদিও এখনও পর্যন্ত থানা চত্বরে অল্প বিস্তর রয়েছে জল ৷ ডুবে রয়েছে বাইক থেকে শুরু করে গাড়ি । ডুবে থাকা রাজ্য সড়কগুলি থেকে জল নামায় স্বাভাবিক হয়েছে যান চলাচল । কিন্তু ঘাটাল পুর এলাকার বেশকিছু ওয়ার্ড ও ব্লকের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন রয়েছে । সেসব জায়গা থেকে ধীর গতিতে কমছে জল । তবে কবে সম্পূর্ণভাবে জল যন্ত্রণা থেকে মুক্তি পাবে ঘাটালবাসী, তার কোনও সদুত্তর নেই প্রশাসনের কাছে ।

প্লাবিত ঘাটালে ধীরে ধীরে নামছে জল (নিজস্ব ছবি)
এখনও জলের নীচে একাধিক এলাকা (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, বন্যা কবলিত ঘাটালে রাজ্য সড়কের উপরও জল উঠে গিয়েছিল ৷ যার ফলে যান চলাচলে বিশেষ নির্দেশিকা জারি করে জেলা প্রশাসন । তবে ধীরে ধীরে জল নামায় আবার পুনরায় সচল হতে চলেছে জেলার কাজকর্ম । তবে এই বছর প্রথম নয়, ফি বছর বর্ষার জলে প্লাবিত হয় ঘাটাল ৷ চিরতরে সমস্যা থেকে বাঁচতে এখনও মাস্টারপ্ল্যানের দিকে তাকিয়ে ঘাটালবাসী ৷

জলে ডুবে ঘাটাল থানার একাংশ (নিজস্ব ছবি)

ABOUT THE AUTHOR

...view details