কলকাতা, 17 সেপ্টেম্বর: পুজোর আগে টানা বৃষ্টিতে রাজ্যে বন্যার ভ্রূকুটি ৷ উদ্বিগ্ন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিস্থিতি নিয়ে কথা বললেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের সঙ্গে ৷ লাগাতার বৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ার ফলে একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, যা নিয়ে ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী।
শুক্রবার থেকে লাগাতার বৃষ্টি চলছে বাংলায়। এর ফলে এই দক্ষিণবঙ্গের একাধিক জেলা জলমগ্ন। এরপর ডিভিসি লাগাতার জল ছাড়ার জন্য পরিস্থিতি আরও ঘোরাল হচ্ছে ৷ সোমবার রাতে নিজের বাড়িতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠকের শেষে সাংবাদিক সম্মেলন করেন মুখ্যমন্ত্রী। সেখানেই রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে ক্ষোভ উপড়ে দেন মমতা।
তিনি জানান, রাজ্যকে না-জানিয়ে জল ছাড়া নিয়ে ইতিমধ্যেই ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি তাঁকে বর্তমান পরিস্থিতিতে জল আর না-ছাড়ার জন্য অনুরোধ করেছেন ৷ মুখ্যমন্ত্রী বলেন, "আমার কাছে খবর আছে হুগলিতে 35 জন মানুষ খানাকুলে জলবন্দি। তাঁদের অন্যত্র সরে যেতে প্রশাসনের তরফ থেকে বলা হয়েছিল ৷ কিন্তু তাঁরা প্রশাসনের পরামর্শে কর্ণপাত করেনি ৷ জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশন ৷"
তিনি আরও বলেন, "মিটিং শেষ হওয়ার পরেও আমি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের সঙ্গে তিনবার কথা বলেছি। তবে জানি না, তারা কী করবেন ? ইতিমধ্যেই তারা যে জল ছেড়েছে তাতে বীরভূম, বাঁকুড়া, বর্ধমান, হাওড়া, হুগলি ও উত্তর এবং দক্ষিণ 24 পরগনার অনেক এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।" মুখ্যমন্ত্রীর দাবি, বর্তমান পরিস্থিতিতে তাঁর বাড়ির সামনে থাকা আদি গঙ্গাতেও জল বাড়ছে ৷ এরপরেও জল ছাড়লে কোনোভাবেই রাজ্যের মানুষের বন্যা আক্রান্ত হওয়া থেকে আটকানো যাবে না।
মুখ্যমন্ত্রী জানান, ঝাড়খণ্ড বলছে এই অবস্থায় তাদের রাজ্যে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। কিন্তু তা বলে আর একটা রাজ্যকে ভাসানো যায় না। রাজ্যকে না-জানিয়েই সোমবার সকালে 80 থেকে 90 হাজার কিউসেক জল ছাড়া হয়েছে। এমনিতেই গত 3-4 দিন টানা বৃষ্টিতে নদীগুলির জলস্তর বিপদসীমার উপর দিয়ে বইছে ৷ তার সঙ্গে ডিভিসির ছাড়া জলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিন মুখ্যমন্ত্রী আরও জানান, ডিভিসি থেকে ছাড়া জল মঙ্গলবার সকালের দিকে রাজ্যে এসে পৌঁছবে ৷ এই অবস্থায় সাধারণ মানুষকে সতর্ক হয়ে রিলিফ সেন্টারে চলে যাওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে এই সাংবাদিক সম্মেলন থেকে প্রশাসনিক কর্তা ব্যক্তিদের পরিস্থিতি দেখে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷