সন্দেশখালি নিয়ে কমিশনকে তোপ ফিরহাদের কলকাতা, 10 মার্চ:লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই ভোট প্রচারে নেমে পড়েছে সব রাজনৈতিক দল । দলীয় সভায় রাজ্যে এসে একাধিকবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যাচ্ছে সন্দেশখালি প্রসঙ্গ । এবার নির্বাচন কমিশনও সন্দেশখালি নিয়ে উষ্মা প্রকাশ করেছে ৷ তার পালটা দিলেন রাজ্যের মন্ত্রী ও তৃণমূল নেতা ফিরহাদ হাকিম । দিল্লিতে ধর্মাচার পালনরত ব্যক্তিকে পুলিশের অত্যাচারের অভিযোগ উঠেছে ৷ সেই প্রসঙ্গে টেনে কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন কলকাতার মেয়র । পাশাপাশি ফিরহাদ এ দিন প্রশ্ন তুললেন দিল্লির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে না কেন কমিশন?
এ দিন মণিপুর থেকে দিল্লির ঘটনার প্রসঙ্গ টেনে এই তৃণমূল নেতা বলেন, "বিচারক, নির্বাচন কমিশন সব টিভি দেখে দেখে নিজেদের মতামত তৈরি করে । সন্দেশখালিতে কিছু অন্যায়-অত্যাচার হয়েছে । সেখানে অভিযুক্তদের গ্রেফতারও করা হয়েছে । আইনি প্রক্রিয়া চলছে ৷ আদালত তাদের শাস্তি দেবে । তাতে উদ্বেগ প্রকাশের কী আছে । যেখানে সত্যি গুলি করে মেরে দেওয়া হচ্ছে, সেখানে আইনশৃঙ্খলা নেই, সেটা নিয়ে উদ্বেগ হচ্ছে না । যত উদ্বেগ সব বাংলায় । জমি কেড়েছে এমন চার পাঁচটা ছেলের জন্য উদ্বেগ প্রকাশ করছে ।"
ফিরহাদ হাকিমের কথায়, "গতকাল দিল্লির রাস্তায় ধর্মাচার পালন করছিলেন কিছু মানুষ । তাঁদের সেই অবস্থায় লাথি মারা হয়েছে । এই ভারতবর্ষে আছি আমরা ! একটা মানুষ তাঁর ধর্মাচার পালন করছে সেই সময় অমিত শাহের পুলিশ লাথি মারবে? করোনা সময় থেকে হিংসার রাজনীতি শুরু করেছে । সেখানে নির্বাচন কমিশন উদ্বেগ প্রকাশ করছে না যেখানে সাম্প্রদায়িক সম্প্রতি নষ্টের চেষ্টা করছে পুলিশ । আর সন্দেশখালি নিয়ে উদ্বেগ হচ্ছে । আদালত চুপ করে রয়েছে আর মানুষের অধিকার চলে যাচ্ছে। প্যালেস্তাইন আর দিল্লির মধ্যে কী তফাৎ রইল ? ধর্মাচার পালন করার সময় সে যেই হোক তাঁকে লাথি মারবে ?সে অন্যায় করলে গ্রেফতার করুক । একটা নির্লজ্জ অপদার্থ সরকার, তাকে যারা সমর্থন করেন তারাও নির্লজ্জ । শুধু ধর্মীয় বিভাজন, দেশ ভাগ করার চেষ্টা । এই সব বিষয় নির্বাচন কমিশনের উদ্বেগ নেই? যত উদ্বেগ এখানে ৷"
লোকসভা ভোটে রাজ্যের বিরোধীদের সন্দেশখালি যে ভোট প্রচারের অন্যতম ইস্যু হতে চলেছে, তা প্রধানমন্ত্রী থেকে অন্যান্য দলের নেতাদের বক্তব্যে ইতিমধ্যেই একপ্রকার স্পষ্ট । তবে নির্বাচন কমিশন সন্দেশখালির ঘটনায় উদ্বেগ প্রকাশ করায় ভোটের আগে আরও চাপ বাড়ল তৃণমূলের বলে মনে করছে রাজনৈতিক মহল । এই প্রসঙ্গেই নির্বাচন কমিশনকে পালটা তোপ দাগল রাজ্যের শাসকদল ।
আরও পড়ুন:
- দুয়ারে লোকসভা, আচমকা পদত্যাগ নির্বাচন কমিশনার অরুণ গোয়েলের! কারণ নিয়ে ধোঁয়াশা
- 'সন্দেশখালির ঝড় তৃণমূলকে উড়িয়ে নিয়ে যাবে বাংলা থেকে', বারাসতে হুঙ্কার মোদির
- মমতার মঞ্চে দাঁড়িয়ে সন্দেশখালির মহিলারা জানালেন, 'যা সমস্যা ছিল বেশিরভাগটাই মিটে গিয়েছে'