পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আচমকা আগুন গড়িয়াহাটের বস্তিতে, পুড়ে ছাই একাধিক ঝুপড়ি - FIRE IN KOLKATA

সদ্য ঠান্ডা পড়তে শুরু করেছে শহরে ৷ এর মধ্যে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে ৷ এদিন রাতে আচমকা আগুন লাগে গড়িয়াহাটে বস্তিতে ৷

Fire in Slum area of Gariahat
গড়িয়াহাটের বস্তিতে ভয়াবহ আগুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 22, 2024, 11:00 PM IST

কলকাতা, 22 নভেম্বর: আচমকা অগ্নিকাণ্ডের ঘটনা দক্ষিণ কলকাতার গড়িয়াহাট এলাকার কাঁকুলিয়া বস্তিতে ৷ শুক্রবার রাত আটটা নাগাদ আগুন লাগে বস্তির একটি ঝুপড়িতে ৷ দমকলের সাতটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে ৷ পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে ঘটনাস্থলে পৌঁছন স্বয়ং মেয়র ফিরহাদ হাকিম ৷

রাত আটটা নাগাদ আগুনের ঘটনায় আতঙ্ক ছড়ায় কলকাতা কর্পোরেশনের 68 নম্বর ওয়ার্ডের কাঁকুলিয়া বস্তিতে ৷ পাশাপাশি অনেকগুলি ঝুপড়ি থাকায় আগুন আশপাশে দ্রুত ছড়িয়ে পড়ে ৷ ঝুপড়ির কাঠামো বাঁশের আর বেড়া প্লাস্টিকের । তাই দ্রুত আগুনের কাছে চলে যায় ৷ প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর কাজ শুরু করে দেয় ৷

পাশাপাশি খবর দেওয়া হয় দমকলকে ৷ দমকলের প্রথমে দু'টি ইঞ্জিন ও পরবর্তী সময়ে আরও পাঁচটি ইঞ্জিন পৌঁছয় ৷ মোট সাতটি ইঞ্চিন আগুন নেভানোর জোরদার চেষ্টা চালায় ৷ 40 মিনিটের লাগাতার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা ৷

আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে পাঁচ থেকে সাতটি ঝুপড়ি ৷ শীতের রাতে মাথার উপরের ছাদ হারিয়ে সর্বস্বান্ত সাতটি পরিবার ৷ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর সুদর্শনা রায় ৷ সব হারানো পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি ৷ আপাতত ক্ষতিগ্রস্তদের জন্য অস্থায়ীভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে ৷

দমকল সূত্রে জানা গিয়েছে, বৈদ্যুতিক গোলযোগের কারণে ঝুপড়ির একটি ঘরে আগুন লাগে ৷ সেই আগুন দ্রুত আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে ৷ যদিও এই আগুনের জেরে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি ৷ তবে তীব্র আতঙ্ক ছড়িয়েছে ঝুপড়িবাসীদের মধ্যে ৷ সম্প্রতি নিমতলা ঘাট লাগোয়া এলাকায় মহর্ষি দেবেন্দ্রনাথ রোডে কাঠগোলায় বিধ্বংসী আগুনে প্রায় 17টি পরিবার মাথার ছাদ হারিয়ে সর্বস্বান্ত হয়েছে ৷ শীত পড়তে শুরু করতেই পাল্লা দিয়ে বাড়ছে শহরে অগ্নিকাণ্ডের ঘটনা ৷

ABOUT THE AUTHOR

...view details