কলকাতা, 27 মার্চ: বিধ্বংসী অগ্নিকাণ্ড ঢাকুরিয়ার বস্তিতে ৷ গোবিন্দপুর বস্তির রেললাইন পাড়ের ঝুপড়িতে আজ দুপুরে ভয়াবহ আগুন লাগে ৷ আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে অন্ততপক্ষে 20টি ঝুপড়ি । গৃহহীন বহু অসহায় গরিব মানুষ । আগুন লাগার পাশাপাশি বিস্ফোরণের শব্দও শোনা গিয়েছে বলে জানান স্থানীয় বাসিন্দারা ৷ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ হয়ে যায় শিয়ালদহ-বজবজ দক্ষিণ শাখার ট্রেন চলাচল ।
রেলের তরফে জানানো হয়েছে, দুপুর একটা নাগাদ ঢাকুরিয়ার রেললাইন সংলগ্ন বস্তিতে আগুন লাগে । অগ্নিকাণ্ডের পর আতঙ্কে রেললাইনের উপর উঠে আসেন ঝুপড়ির বাসিন্দারা । যার ফলে আপ ও ডাউন লাইনে পরপর ট্রেন দাঁড়িয়ে পড়ে । দুপুর দেড়টা নাগাদ দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় । দুপুর দুটোর মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে বলে খবর । কিন্তু এখনও পর্যন্ত ঝুপড়ির বাসিন্দারা রেললাইনের উপরেই জড়ো হয়ে আছেন । ফলে রেল চলাচল স্বাভাবিক হতে সময় লাগবে ।