পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নিজাম প্যালেসে আগুন, রাতভর এখানেই ছিলেন সন্দীপ - Fire at Nizam Palace - FIRE AT NIZAM PALACE

Fire Breaks Out at Nizam Palace: নিজাম প্যালেসে আগুন ৷ দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে । কিছুক্ষণ পর সেখান থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করবে সিবিআই ।

Fire Breaks Out at Nizam Palace
নিজাম প্যালেসে আগুন (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Sep 3, 2024, 10:38 AM IST

Updated : Sep 3, 2024, 10:53 AM IST

কলকাতা, 3 সেপ্টেম্বর: সোমবার সন্ধ্যায় সন্দীপ ঘোষকে গ্রেফতার করে নিজাম প্যালেসে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷ তার 24 ঘণ্টা পেরনোর আগেই আগুন লাগল নিজাম প্যালেসে ৷ জানা গিয়েছে, নিজাম প্যালেসের 6 তলায় আগুন লেগেছে ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ছ’টি ইঞ্জিন ৷ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ৷

ইতিমধ্যেই আরজি কর কাণ্ডে অভিযুক্ত সন্দীপ ঘোষকে নিজাম প্যালেসে আনা হয়েছে ৷ কিছুক্ষণ পর সেখান থেকে আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে আলিপুরের বিশেষ আদালতে পেশ করবে সিবিআই । ঠিক তার আগে অগ্নিকাণ্ডের ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে ৷

দমকল সূত্রে খবর, আপাতত আগুন নিয়ন্ত্রণে । কী থেকে আগুন লাগল, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি দমকল ৷ প্রাথমিকভাবে জানা গিয়েছে, নিজাম প্যালেসের ছ’তলায় যে অফিসার্স কোয়ার্টার রয়েছে, সেখানেই আগুনের ঝলক দেখতে পান কর্মীরা ৷ তাঁরা ভয় নেমে তাড়াতাড়ি করে নীচে নেমে আসেন ৷

সেখানে নিরাপত্তার দায়িত্বে থাকে কেন্দ্রীয় বাহিনী ৷ ফলে সঙ্গে সঙ্গেই কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছে যান । খবর দেওয়া হয় ভবানীপুর থানায় ও দমকলে । খানিকক্ষণের মধ্যেই ঘটনাস্থলে চলে আসে দমকল বাহিনী ৷ নিজাম প্যালেসের অফিসার্স কোয়ার্টারে রাখা অগ্নিনির্বাপক যন্ত্র ব্যবহার করে প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয় । দমকলের তরফ থেকে ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয় । তবে কী থেকে আগুন লাগলো তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি । তবে দমকলের অনুমান, রান্নার গ্যাস থেকেই খুব সম্ভবত আগুন লেগেছে ৷

আরও পড়ুন

Last Updated : Sep 3, 2024, 10:53 AM IST

ABOUT THE AUTHOR

...view details