কলকাতা, 4 মে:সাতসকালে ভয়াবহ আগুন চিনার পার্কের গেঞ্জি কারখানায় ৷ আগুন দেখে স্থানীয়রা দমকল বিভাগে খবর দেয় ৷ ঘটনাস্থলে পৌঁছেছে আগুন নেভানোর কাজ শুরু করেছেন দমকল বিভাগের কর্মীরা ৷ ঘটনাস্থলে রয়েছে দমকলের চারটি ইঞ্জিন। স্থানীয় সূত্রে খবর, শনিবার আচমকা ওই গেঞ্জি কারখানার চারতলায় আচমকায় আগুন দেখতে পাওয়া যায় ৷ মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাড়তে থাকে ৷ কীভাবে আগুন লাগল তা এখনও জানা যায়নি ৷
তবে, স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন শর্টসার্কিটের মাধ্যমে আগুন লাগে ৷ এদিন সকালে কারখানা পরিষ্কার করা হচ্ছিল ৷ সেখান থেকেই কোনও কারণে গেঞ্জির কাপড়ে আগুন লেগে যায় ৷ পাশাপাশি ছাদেই ছিল একটি গ্যাস ভরতি সিলিন্ডার ৷ হঠাৎই করে গ্যাস সিলিন্ডার ফাটার বিকট আওয়াজ শুনে স্থানীয় বাসিন্দারা আঁতকে ওঠেন ৷ স্থানীয় বাসিন্দারা বাগুইহাটি থানা আর দমকলে খবর দেন ৷ দুর্ঘটনাস্থলে প্রথমে দু'টি আগুন নেভানোর জন্য দমকলের ইঞ্জিন পৌঁছয় ৷ তারপর আরও দু'টি দমকল ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে পৌঁছয় ৷ ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।