কলকাতা, 21 অগস্ট: সুদূর মুম্বই থেকে কলকাতায় এসে আরজি কর-কাণ্ডে সুবিচারের দাবিতে সরব হলেন চিত্রপরিচালক বিবেক রঞ্জন অগ্নিহোত্রী ৷ তিনি জানান যে তরুণ প্রজন্মকে পথে নামার সাহস যোগাতেই তাঁরা পথে নেমেছেন ৷
তরুণ প্রজন্মকে প্রতিবাদের সাহস দিতেই পথে নেমেছি, জানালেন বিবেক অগ্নিহোত্রী (ইটিভি ভারত) বুধবার কলকাতার মৌলালি থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত আরজি কর মেডিক্যাল কলেজে ও হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদে মিছিল ৷ সেই মিছিলে যোগ দেন বিবেক অগ্নিহোত্রী ৷ এই কর্মসূচিতে যে তিনি যোগদান করবেন, সেটা নিয়ে মঙ্গলবারই সোশাল মিডিয়ায় বার্তা দিয়েছিলেন ৷
এ দিন মিছিলে অংশ নেওয়ার মাঝে ইটিভি ভারতকে তিনি বলেন, ‘‘আমি বলতে চাই যে এত বছর পরও কি আমরা এখানে জীবনের মূল্য, জীবনের সম্মান, বেঁচে থাকার অধিকার পেয়েছি ? এটা সাংবিধানিক ব্যাপার ৷ আর যখন আমি দেখলাম মুখ্যমন্ত্রী (মমতা বন্দ্যোপাধ্যায়) নিজেই নিজের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন, এটা সাধারণ মানুষের অসহায়তাকেই প্রকাশ করেছে৷ তার মানে রাজনীতি এখানে কোনও সমাধান নয় ৷ তাই আমাদের রাস্তায় নেমে সাধারণ মানুষকে সাহস দেওয়া উচিত ৷ তরুণ প্রজন্মকে সাহস দেওয়া উচিত ৷ যাতে তারাও সরব হতে পারে ৷ মহিলাদের জন্য সুবিচার সারা দেশে খুব উদ্বেগজনক ইস্যু হয়ে দাঁড়িয়েছে ৷’’
এ দিনের মিছিলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, প্রাক্তন সাংসদ স্বপন দাশগুপ্ত, বিজেপি নেতা কৌস্তভ বাগচী-সহ একাধিক বিজেপি নেতা-নেত্রী উপস্থিত ছিলেন ৷ প্রত্যেকেই এই ঘটনায় রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সমালোচনা করেন ৷ আরজি করের ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর পদ থেকে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ইস্তফার দাবিতেও তাঁরা সরব হ ন৷
উল্লেখ্য, আদালতের অনুমতি নিয়ে বিজেপি শ্যামবাজারে পাঁচদিনের ধরনা কর্মসূচিও বুধবার থেকে শুরু করেছে ৷ সেখানে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ অনেকে উপস্থিত ছিলেন ৷