ক্যানিং, 6 সেপ্টেম্বর: আরজি কর হাসপাতালের দুর্নীতিকাণ্ডে ধৃত সন্দীপ ঘোষের রয়েছে বিলাসবহুল বাংলো ৷ আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপের সেই বিলাসবহুল বাংলো রয়েছে ক্যানিং 2 নম্বর ব্লকের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। ধৃত সন্দীপের এই বাংলোটি প্রায় 10 বিঘা জমির উপর তৈরি হয়েছে, বলে দাবি করছেন স্থানীয়রা। বাড়িটির নামও রয়েছে, তা হল-'সঙ্গীতা-সন্দীপ ভিলা'। কী বলছেন সেই বাগানবাড়ির কেয়ারটেকার ?
জানা গিয়েছে, বছর দুই আগে এই বাংলোটি তৈরি করা হয়েছিল। দেখভাল করার জন্য রয়েছে একজন কেয়ারটেকারও ৷ মাঝেমধ্যেই পরিবার নিয়ে এখানে সময় কাটাতে আসতেন সন্দীপ ঘোষ। কিছুক্ষণ থাকার পর আবার বেরিয়ে যেতেন। কিন্তু, আরজি কর মেডিক্যাল কলেজের খবর শিরোনামে আসতেই এখানে আর আসেননি প্রাক্তন অধ্যক্ষ। আপাতত তালা বন্ধ অবস্থায় পড়ে রয়েছে বিলাসবহুল বাংলোটি। আরজি করের প্রাক্তন অধ্যক্ষের গ্রেফতারের পর থেকেই তার নানা বিষয়কে ঘিরে কৌতূহল বেড়েছে সাধারণ মানুষের। এবার তাঁর এই বিলাসবহুল বাংলাকে ঘিরেও আগ্রহ তুঙ্গে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ক্যানিংয়ের এই ব্লকের ঘুটিয়ারি শরিফের নারায়ণপুর মৌজাতে কেনা হয়েছে কয়েকশো বিঘা জমি। শুধু তাই নয়, সেখানে গড়ে তোলা হয়েছে বিশাল বাংলো বাড়ি। স্থানীয় বেশ কিছু যুবক সেখানে ফার্ম হাউস তৈরি করেছেন। কিন্তু পুরোটাই চলত সন্দীপ ঘোষের নির্দেশ মতোই। সন্দীপ ঘোষের বিরুদ্ধে সরকারি অর্থের অপচয়, ভেন্ডার নির্ধারণের ক্ষেত্রে স্বজনপোষণ, চুক্তিভিত্তিক কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগ ছাড়াও বায়োমেডিক্যাল বর্জ্য নিয়ম বহির্ভূতভাবে বিক্রি করা-সহ একাধিক অভিযোগ করেছিলেন প্রাক্তন ডেপুটি সুপার আখতার আলি।