কান্দি, 7 সেপ্টেম্বর: কন্যাসন্তান হওয়ায় খুশি হতে পারেননি ৷ সেই রাগ থেকে 10 মাসের শিশুকন্যাকে জলে ফেলে দিল বাবা । তারপরেই অভিযুক্ত সাদিকুল শেখকে আটক করে পুলিশ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য মুর্শিদাবাদ জেলার কান্দি থানার ইন্দ্রহাটা গ্রামে । একরত্তির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায় ৷
পুলিশ সূত্রে জানা গিয়েছে, 10 মাস বয়সি মৃত শিশুর নাম হুমায়ারা ইসলাম । স্ত্রী’র সঙ্গে অশান্তির পরই শিশুটিকে পাশের নয়ানজুলিতে ফেলে দেয় অভিযুক্ত সাদিকুল ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, 2 বছর আগে সামনের বাড়ির সাদিকুল শেখের সঙ্গে পালিয়ে বিয়ে করেন হুমায়ারার মা ৷ প্রেমবিবাহ হলেও দাম্পত্য কলহ লেগেই থাকত ৷ কন্যা সন্তান হওয়ার পর তা মানতে পারেনি সাদিকুল ৷ ফলে অশান্তি আরও বাড়ে ৷