পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সীমান্তে চাষ করতে গেলে বিএসএফের শৌচাগার পরিষ্কার করতে হয় কৃষকদের ! - Farmers clean BSF washrooms - FARMERS CLEAN BSF WASHROOMS

Farmers clean BSF washrooms: সীমান্তে চাষ করতে গেলে বিএসএফের শৌচাগার পরিষ্কার করতে হয় বলে অভিযোগ করলেন কৃষকরা ৷ তাঁদের নানাভাবে হেনস্থাও করা হয় বলে অভিযোগ ৷ তারই প্রতিবাদে আজ জলঙ্গি-শেখপাড়া গ্রামীণ সড়ক অবরোধ করলেন স্থানীয় কৃষকরা ।

ETV BHARAT
পথ অবরোধ ক্ষুব্ধ কৃষকদের (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 1:56 PM IST

Updated : Jul 11, 2024, 2:33 PM IST

সাগরপাড়া (মুর্শিদাবাদ), 11 জুলাই: কৃষকদের জন্য বিএসএফের ফতোয়া ! বিএসএফের ফাইফরমাশ খাটলে তবেই সীমান্তের কৃষিজমিতে প্রবেশের সুযোগ মেলে কৃষকদের । তাঁদের দিয়ে শৌচাগারও পরিষ্কার করায় বিএসএফ । সাগরপাড়ার সিংপাড়া বিএসএফ ক্যাম্পের জওয়ানদের এমনই অলিখিত ফতোয়া মেনে চলতে হয় বলে অভিযোগ কৃষকদের ৷ এরই প্রতিবাদে বৃহস্পতিবার সকালে জলঙ্গি-শেখপাড়া গ্রামীণ সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় কৃষকরা ।

পথ অবরোধ ক্ষুব্ধ কৃষকদের (নিজস্ব ভিডিয়ো)

অবরোধের জেরে বৃহস্পতিবার নরসিংহপুর বাজার অবরুদ্ধ হয়ে পড়ে । পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের আশ্বাসে প্রায় ঘণ্টা দেড়েক পর অবরোধ ওঠে । স্থানীয় ও বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভৌগোলিক অবস্থান ও আন্তর্জাতিক সীমান্তরেখায় কোনও কাঁটাতার নেই সাগরপাড়ায় । এর ফলে সিংপাড়া বিওপি ক্যাম্পের অধীনে চাষের জমিতে কৃষকদের যাতায়াত পুরোপুরিভাবে নিয়ন্ত্রণ করে বিএসএফ । জমিতে চাষ করতে যেতে হলে কোদাল-বস্তার সঙ্গে হাতে করে সচিত্র পরিচয়পত্রও নিয়ে যেতে হয় । বিএসএফের আউটপোস্টে সেই পরিচয়পত্র দেখানোর পরে তল্লাশি শেষে জমিতে যাওয়ার ছাড়পত্র মেলে ।

সাগরপাড়ার চকমথুরা, সিংপাড়ার কৃষকদের অভিযোগ, ক্যাম্পের জওয়ানরা জমিতে যাওয়ার অনুমতি দেওয়ার আগে কৃষকদের দিয়ে নিজেদের কাজ করিয়ে নেন । আশপাশের আগাছা থেকে জওয়ানদের শৌচাগার পর্যন্ত পরিষ্কার করতে হয় কৃষকদের । তা না করলে জমিতে চাষ করতে যাওয়ার অনুমতি মেলে না বলে অভিযোগ । আরও অভিযোগ, প্রায়ই বিভিন্ন কারণে কৃষকদের হয়রানিরও শিকার হতে হয় ।

কৃষকদের দাবি, এদিন সকালেও সিংপাড়া ক্যাম্পের জওয়ানরা একটি জায়গার মাটি সমান করে দিতে বলেছিল । কিন্তু কৃষকরা বেঁকে বাসায় জমিতে যেতে তাঁদের বাধা দেওয়া হয় । এরপরই সমস্ত কৃষক একত্রিত হয়ে সাগরপাড়ার নরসিংহপুর বাজারে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন ।

আন্দোলনকারী কৃষক সফিকুল মণ্ডল বলেন, "ওরা আমাদের দিয়ে শৌচাগার, আগাছা পরিষ্কার করিয়ে নেয় । আমরা ক্যাম্পে সই করাতে গেলে হেনস্থা করে । ওদের কাজ করে দিলে তবেই আমাদের মাঠে নামতে দেওয়া হয় । এদিনও মাটি কেটে দেওয়ার কথা বলেছিল । সকাল 6টার সময় প্রবেশের নিয়ম আছে । কিন্তু 7টা বেজে গেলেও আমাদের ঢুকতে দেওয়া হয়নি । ওদের কাজ না করলে গালিগালাজ, মারধর, এমনকী 'এন্ট্রি' বাতিলও করে দেয় । আমরা চাই, বিএসএফ জিরো পয়েন্টে সরে যাক । তাতে আমরা নিজেদের জমি নির্বিঘ্নে চাষ করতে পারব ।"

জলঙ্গি পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ বাবুলাল মণ্ডল বলেন, "কৃষকরা যে অভিযোগ করছেন, তা মোটেই অসত্য নয় । ওঁদের তরফে জনপ্রতিনিধি হিসেবে আমি সিংপাড়া ক্যাম্পের বিএসএফের কর্তাদের সঙ্গে আলোচনায় বসি । আমার সঙ্গে সাগরপাড়ার থানার ভারপ্রাপ্ত আধিকারিকও ছিলেন । আমাদের আলোচনা শেষে বিএসএফ কর্তারা ওপি পয়েন্ট জিরো পয়েন্টে বাহিনী সরিয়ে নিয়ে যাওয়ার আশ্বাস দিয়েছেন । পাশপাশি এই ধরনের ঘটনা আর ঘটবে না বলেও আশ্বাস দিয়েছেন ।"

যদিও কৃষকদের অভিযোগ মানতে চাননি বিএসএফের দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের মুখপাত্র ডিআইজি একে আর্য ৷ তিনি বলেন, "চাষিদের অভিযোগ সঠিক নয় । এদিন পরিচয়পত্র যাচাইয়ের সময় কিছু নথি মিলছিল না । তাই 'এন্ট্রি' দিতে দেরি হয়েছিল । তাতেই কৃষকরা বিক্ষোভ দেখান । সাগরপাড়ার নরসিংহপুরে পথ অবরোধ করেন কৃষকরা ।"

Last Updated : Jul 11, 2024, 2:33 PM IST

ABOUT THE AUTHOR

...view details