পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মোবাইল চুরি নিয়ে বিবাদ! ধান জমি থেকে উদ্ধার কৃষকের দেহ - BODY FOUND IN PADDY FIELD

রবিবার সন্ধ্যায় ধান জমিতে এক ব্যক্তির মৃতদেহ পড়ে দেখতে দেখে চাঞ্চল্য ছড়ালো ৷ সঠিক তদন্তের দাবি তুলেছেন এলাকাবাসী ৷

Body found from paddy field
দুর্গাপুরে ধানজমি থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 3, 2024, 10:21 PM IST

দুর্গাপুর, 3 নভেম্বর: ভাইফোঁটার সন্ধ্যায় নিখোঁজ ব্যক্তির দেহ উদ্ধার হল ধান জমি থেকে ৷ তাঁকে খুন করা হয়েছে বলে দাবি পরিবার ও স্থানীয়দের ৷ মোবাইল চুরি সংক্রান্ত একটি ঘটনার জেরে তাঁর মৃত্যু হতে পারে বলে মনে করছেন পরিবারের সদস্যরা ৷ সঠিক তদন্তের দাবিতে পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। মৃত ব্যক্তির নাম চন্দ্রশেখর মণ্ডল (46) ৷ তিনি পেশায় কৃষক ছিলেন। ঘটনাস্থল কাঁকসার কাঞ্চনপুরে।

স্থানীয় সূত্রে খবর, কাঁকসার মলানদিঘি ফাঁড়ির নয়া কাঞ্চনপুরের বাসিন্দা ছিলেন চন্দ্রশেখর মণ্ডল ৷ শনিবার সন্ধ্যা থেকে চন্দ্রশেখর নিখোঁজ ছিলেন ৷ অনেক খোঁজাখুঁজির পরেও তাঁকে পাওয়া যায়নি ৷ এরপর রবিবার সন্ধ্যায় স্থানীয় এক ব্যক্তি ধান জমিতে এসে চটি জোড়া পড়ে থাকতে দেখতে পান ৷ একটু পরেই বোঝায় মৃত অবস্থায় পড়ে রয়েছেন চন্দ্রশেখর ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ ৷ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয়রা ৷

দুর্গাপুরে ধানজমি থেকে উদ্ধার নিখোঁজ ব্যক্তির দেহ (ইটিভি ভারত)

মৃতের দাদা শান্তিরাম মণ্ডলের অভিযোগ, "আমি শুনেছি উত্তম হাঁড়ির একটি মোবাইল চুরি করেছিল চন্দ্রশেখর ৷ শনিবার বিকেলে উত্তম হাঁড়ি ও তাঁর পরিবারের লোকজন ফোন করে হুমকি দেয় চন্দ্রশেখরকে ৷ মারধর করারও হুমকি দেওয়া হয় ৷ তারপর বাড়ি থেকে বেরোনোর পরে আর খোঁজ পাওয়া যায়নি ৷ আজ সারাদিন খোঁজাখুঁজি করেছি কোনও খোঁজ পাইনি ৷ সন্ধ্যায় স্থানীয়দের দেহ উদ্ধারের খবর পাই ৷ আমরা ঘটনার সঠিক তদন্ত চাইছি ৷ পুলিশ এই ঘটনার সঙ্গে যারা যুক্ত, তাদের কঠোর শাস্তি দিক ৷" আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা বলেন, "মৃত্যুর কারণ এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু হয়েছে ৷ ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ৷"

ABOUT THE AUTHOR

...view details