পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রবিবার জয়েন্ট পরীক্ষা, বিশেষ নজর পরিবহণ পরিষেবায় - Joint Entrance Examination - JOINT ENTRANCE EXAMINATION

JEE Main Exam on Sunday: রবিবার হতে চলেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। পরীক্ষার্থীদের সুবিধার্থে ট্রেনের পাশাপাশি বাড়ানো হয়েছে মেট্রোর সংখ্যাও ৷

Exam
রবিবার জয়েন্ট পরীক্ষা

By ETV Bharat Bangla Team

Published : Apr 27, 2024, 5:06 PM IST

কলকাতা, 27 এপ্রিল: রবিবার অর্থাৎ আগামিকাল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের পরীক্ষা। এবার পরীক্ষার্থীর সংখ্যা 1 লক্ষ 42 হাজার 692। পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 388। রবিবার সকাল 11টা থেকে শুরু হবে প্রথম পত্রের (গণিত) পরীক্ষা। চলবে 1টা পর্যন্ত। দ্বিতীয় পত্রের (পদার্থবিদ্যা ও রসায়ন) পরীক্ষা হবে দুপুর 2টো থেকে বিকেল 4টে পর্যন্ত।

পড়ুয়াদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা এটি। এই পরীক্ষার সঙ্গে যুক্ত পরীক্ষার্থী, অভিভাবক এবং পরীক্ষা কর্মীদের সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পরিবহণের একটা বিরাট ভূমিকা রয়েছে। সকাল 9টা থেকেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। সাড়ে 9টার মধ্যে সকলকে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে হবে। এই কারণে মেট্রো কর্তৃৃপক্ষের তরফে আগেই জানিয়ে দেওয়া হয়েছে যে, মেট্রোর মেন লাইন অর্থাৎ ব্লু লাইনে সকাল 8টা 30 মিনিট থেকে পরিষেবা শুরু হবে এবং সকালের সময় বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্যা। অন্যদিকে পূর্ব রেলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, পরীক্ষার কথা মাথায় রেখে রবিবার পূর্ব রেল শাখায় ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে।

আগামীকাল পূর্ব রেল শাখায় বাড়তি ছয় জোড়া ট্রেন চালানো হবে। ভোর 5টা 45 মিনিট থেকে সকাল 08টা 40 মিনিটের মধ্যে এবং 5টা 25 মিনিট থেকে 6টা 15 মিনিটের মধ্যে বাড়তি ট্রেনগুলি চালানো হবে।

আগামীকাল পূর্ব রেলের আপ লাইনে যেই ট্রেনগুলো চলবে সেগুলির তালিকা এক নজরে:

36081 হাওড়া মশাগ্রাম লোকাল। ট্রেন ছাড়বে ভোর 5:45 মিনিটে।

37217 হাওড়া ব্যান্ডেল লোকাল। ট্রেনর ছাড়বে সকাল 07:05 টার সময়।

37041 হাওড়া শেওড়াফুলি লোকাল ট্রেন ছাড়বে সকাল 7:30 মিনিটে।

37011 হাওড়ার শ্রীরামপুর লোকাল ট্রেন ছাড়বে সকাল 7:45 মিনিটে।

হাওড়া শেওড়াফুলি লোকাল ট্রেন ছাড়বে বিকেল 5 টার সময়।

37511 বালি ব্যান্ডেল লোকাল। ট্রেন ছাড়বে বিকেল 5:52 মিনিটে

ডাউন লাইনে যে ট্রেনগুলি চলবে সেগুলোর তালিকা এক নজরে:

36082 মশাগ্রাম হাওড়া লোকাল ট্রেন ছাড়বে সকাল 8:06 টার সময়।

37230 ব্যান্ডেল হাওড়া লোকাল ট্রেন ছাড়বে সকাল 8:28 মিনিটে।

37042 শেওড়াফুলি হাওড়া লোকাল ট্রেন ছাড়বে সকাল 8:20 মিনিটে।

37012 শ্রীরামপুর হাওড়া লোকাল ট্রেন ছাড়বে সকাল 8:40 মিনিটে।

37062 শেওড়াফুলি হাওড়া লোকাল ট্রেন ছাড়বে বিকেল 6:13 মিনিটে।

37512 ব্যান্ডেল বালি লোকাল ট্রেন ছাড়বে বিকেল 4:25 মিনিটে।

অন্যদিকে, আগামিকাল বাড়ছে মেট্রোর সংখ্যাও। তবে মেট্রো সংখ্যা বাড়ছে শুধুমাত্র ব্লু লাইনে। প্রথম পরিষেবা শুরু হবে সকাল 8.30 থেকে। পরীক্ষার টাইম টেবিলের সঙ্গে সামঞ্জস্য রেখেই দেওয়া হবে মেট্রো পরিষেবা। পাশাপাশি সারাদিনে 140টি মেট্রো পরিষেবা দেওয়া হবে ৷ 70টি আপ লাইনে এবং 70টি ডাউন লাইনে। সাধারণত রবিবার যাত্রী সংখ্যা কম থাকে বলে 130টি মেট্রো পরিষেবা চালানো হয় সারাদিন। তবে পরীক্ষার জন্য বাড়ানো হয়েছে পরিষেবা ৷

আগামীকাল দিনের প্রথম পরিষেবা:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার মেট্রো সকাল 9 টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 08.30 টার সময়।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9 টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 08.30 টার সময়।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9 টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 08.30টা সময়।

দমদম থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের প্রথম মেট্রো সকাল 9 টার পরিবর্তে পাওয়া যাবে সকাল 08.30 টার সময়।

আগামিকাল দিনের শেষ মেট্রো:

কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 09:27 মিনিটে। সময় অপরিবর্তিত থাকছে।

দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 09:28 টার সময। সময় অপরিবর্তিত থাকছে।

দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 09:40 টার সময়। সময় অপরিবর্তিত থাকছে।

কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত যাওয়ার দিনের শেষ মেট্রো পাওয়া যাবে রাত 09:40 টার সময়। সময় অপরিবর্তিত থাকছে।

আরও পড়ুন

1. উচ্চ মাধ্যমিক রিভিউ-স্ক্রুটিনিতে এবার ‘তৎকাল’, ফল জানা যাবে এক সপ্তাহে

2.বিকল্প জ্বালানিই ভবিষ্যৎ, গবেষণা করতে আমেরিকায় পাড়ি শৌর্য্যদীপের

3.ভাঙল 194 বছরের প্রথা, 'কো-এড' হচ্ছে স্কটিশ চার্চ স্কুল

ABOUT THE AUTHOR

...view details