পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ফের তৎপর ইডি, শাহজাহানের ভাই ডাক্তার সিরাজ-সহ তিনজনকে তলব - Enforcement Directorate - ENFORCEMENT DIRECTORATE

Enforcement Directorate: সন্দেশখালির শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন ওরফে ডাক্তার সিরাজ-সহ তিনজনকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী বৃহস্পতি ও শুক্রবারের মধ্যে তাঁদের হাজিরা দিতে বলা হয়েছে ৷ রেশন দুর্নীতি মামলা-সহ সন্দেশখালিতে জমি দখলের যে অভিযোগ রয়েছে, সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করতে তাঁদের তলব করা হয়েছে বলে খবর ৷

Enforcement Directorate
সল্টলেক সিজিও কমপ্লেক্স (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jul 15, 2024, 1:08 PM IST

কলকাতা, 15 জুলাই: সন্দেশখালি কাণ্ডে গ্রেফতার হওয়া শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিন ওরফে ডাক্তার সিরাজকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ রেশন দুর্নীতি মামলা-সহ সন্দেশখালিতে জমি দখলের যে অভিযোগ উঠেছে, তা নিয়েই জিজ্ঞাসাবাদ করতে শাহজাহানের ভাইকে তলব করেছে ইডি ৷ এছাড়া আরও দু’জনকে তলব করা হয়েছে ইডির তরফে ৷ তাঁদের আগামী বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে সল্টলেক সিজিও কমপ্লেক্সে ইডি-র দফতরে হাজিরা দিতে বলা হয়েছে ।

রেশন দুর্নীতিতে ইডি প্রথমে বাকিবুর রহমান নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করে ৷ সেই ব্যবসায়ীকে জেরা করে রেশন দুর্নীতির সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জানতে পারেন গোয়েন্দারা ৷ এর পর জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি ৷ কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থার সূত্র থেকে জানা গিয়েছে, বাকিবুর রহমানের কাছ থেকে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এবং এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ ছিল শেখ শাহজাহানের ।

ফলে গত 5 জানুয়ারি সাতসকালে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে উত্তর 24 পরগনার ন্যাজাট থানার অন্তর্গত সন্দেশখালিতে শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যায় । তল্লাশি অভিযান শুরুর আগে শাহজাহানের অনুগামীরা চড়াও হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের ওপর । ভাঙা হয় তাঁদের গাড়ি । রক্তাক্ত হতে হয় তদন্তকারীদের । সেই সময় তড়িঘড়ি সন্দেশখালি থেকে কলকাতায় রওনা হতে হয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের ।

তার পর থেকে প্রায় দু’মাস পলাতক ছিলেন শেখ শাহজাহান ৷ এই সময়ের মধ্যে সন্দেশখালিতে প্রতিবাদের ঝড় ওঠে ৷ মহিলারা পথে নামেন ৷ জমি দখল থেকে নারী নির্যাতন, একাধিক অভিযোগ ওঠে শাহজাহান বাহিনীর বিরুদ্ধে ৷ রাজ্য পুলিশের হাতে গ্রেফতার হন শাহজাহান ৷ এর পর তাঁকে হেফাজতে নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

তদন্তকারীরা জানতে পারেন যে রেশন দুর্নীতির অর্থ পাচারের সঙ্গে শাহজাহানের ভাই ডাক্তার সিরাজের যোগ রয়েছে ৷ তাছাড়া জমিদখলের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে ৷ সন্দেশখালিতে একদিন স্থানীয়দের রোষের মুখেও পড়েছিলেন এই ডাক্তার সিরাজ ৷ সেই সময় পালিয়ে বাঁচেন তিনি ৷

এবার তাঁকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি ৷ এখন দেখার তিনি হাজিরা দেন কি না !

মাছ রফতানি করে প্রায় 200 কোটির ব্ল্যাক মানি সাদা করেছে শাহজাহান, দাবি ইডি'র

ABOUT THE AUTHOR

...view details