জলপাইগুড়ি, 21 ফেব্রুয়ারি: ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে আরও তৎপর রেল ও বনবিভাগ ৷ তাদের সহায়তায় 30 হাজার মার্কিন ডলার খরচে লাগানো হতে চলেছে এলিসেন্স ডিভাইস । জলপাইগুড়ির জেলার চাপড়ামারি অভয়ারণ্য ও বক্সার ব্যাঘ্র প্রকল্পের রাজাভাতখাওয়া দমনপুর হাতির করিডোরে এই এলিসেন্স ডিভাইসগুলি লাগানো হবে। ইতিমধ্যে প্রথম পর্যায়ে হাতির করিডোরে সেন্সর লাগানো হয়েছে ৷ তার ফলে গত এক বছরে 627টি হাতিকে বাঁচানো সম্ভব হয়েছে বলে দাবি স্বেচ্ছাসেবী সংস্থা ভয়েস ফর এশিয়ান এ্যালিফেন্টের ।
জানা গিয়েছে, রেললাইনের কাছাকাছি হাতি এলেই জানিয়ে দেয় এলিসেন্স ডিভাইস । যার ফলে আগে থেকেই সচেতন হয়ে যান লোকো পাইলট ও বনবিভাগের আধিকারিকরা। তাতে রেললাইনে উঠে গেলেও ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রোধ করা সম্ভব হয়েছে বলে দাবি সংস্থার ৷ তাই প্রথম পর্যায়ে সাফল্য পাওয়ার পরই রেল ও বনবিভাগের সহযোগিতায় দ্বিতীয় পর্যায়ে কাজ করতে চলেছে ভয়েস ফর এশিয়ান এ্যালিফেন্ট ও স্ন্যাপ ফাউন্ডেশন । ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু রুখতে ডিভাইস লাগাতে ভয়েস ফর এশিয়ান এ্যালিফেন্ট সাপোর্ট ফান্ডিং করেছে । ডিভাইসগুলি বানিয়ে তাদের সহযোগিতা করছে স্ন্যাপ ফাউন্ডেশন ।
ভয়েস ফর এশিয়ান এ্যালিফেন্ট সংস্থার কর্ণধার সঙ্গীতা আইয়ার বলেন, "আমরা ট্রেনের ধাক্কায় হাতির হানা রুখতে ডিভাইস লাগাচ্ছি । এতে 30 হাজার মার্কিন ডলার খরচ হবে । স্ন্যাপ ফাউন্ডেশন টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে ৷ তারাই সেন্সর বানিয়েছে । ডিভাইসটি পশ্চিমবঙ্গের কর্মীরাই বানিয়েছেন । গত বছর জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত রেললাইনের হাতির করিডোরে লাগানো সেন্সরের তথ্য অনুযায়ী 627টি হাতির আনাগোনার সংকেত দিয়েছে এই এলিসেন্স প্রোজেক্ট ডিভাইস। আমরা মনে করছি 627টি হাতিকেই আমরা বাঁচাতে পেরেছি । কোনও হাতির যাতে মৃত্যু না যায় সেই কারণেই এই উদ্যোগ । বক্সার দমনপুরে ও জলপাইগুড়ির চাপড়ামারিতে মোট 40টি ডিভাইস লাগানো হবে । হাইট সেন্সর বার যেমন থাকছে, তেমনই রেলওয়ে ট্র্যাকের আশেপাশে 40 মিটার ব্যাসার্ধে কোন হাতি এসে পড়লেই সংকেত দেবে ডিভাইসটি ।"