কলকাতা, 5 অগস্ট: রাজ্যে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে চলেছেন জীবনকৃষ্ণ সাহা । গতবার তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল । বর্তমানে তিনি জামিনে মুক্ত । আর এবার রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকার হাতবদল হয়েছিল, সেই সম্পর্কে জানতেই তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে ডেকে পাঠাল ইডি । আজ বেলা 11টার মধ্যে তাঁর সিজিও কমপ্লেক্সে যাওয়ার কথা ।
জীবনকৃষ্ণ সাহাকে বেশকিছু নথিপত্র এবং মোবাইল ফোন নিয়ে সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে । জানা গিয়েছে, দুর্নীতি মামলায় যে কোটি কোটি টাকা হাতবদল হয়ে, বিভিন্ন প্রভাবশালীদের ব্যাংক অ্যাকাউন্টে পড়েছিল, সেই সম্পর্কে জানার জন্যই আজ ডেকে পাঠানো হয়েছে জীবনকৃষ্ণকে । ইডি সূত্রের খবর, জীবনকৃষ্ণ সাহার বয়ান রেকর্ড করা হবে । ইতিমধ্যেই ইডি তদন্ত নেমে একাধিক তথ্য-প্রমাণ ঘেঁটে শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে জীবনকৃষ্ণ সাহার একটি যোগসূত্র খুঁজে পেয়েছেন ।
আজ জীবনকৃষ্ণ সাহা যে সব প্রশ্নের সম্মুখীন হতে পারেন সেগুলি হল...
জীবনকৃষ্ণ সাহা এবং প্রচণ্ড রায়ের কী সম্পর্ক ছিল ?
এর আগে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে কারা কারা দেখা করতে এসেছিলেন ?
রাজ্যের তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে জীবনকৃষ্ণ সাহার সম্পর্ক কেমন ছিল ?
এছাড়াও যে সব নথি থেকে জীবনকৃষ্ণ সাহার সঙ্গে প্রভাবশালী ব্যক্তিত্বদের যোগসূত্র খুঁজে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা, আজ সেই সব নথি দেখিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে ।
এর আগে, তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই । নিয়োগ দুর্নীতি মামলাতেই তাঁর সঙ্গে এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তি প্রসাদ সিনহার যোগ খুঁজে পাওয়ায় তাঁকে সিবিআই গ্রেফতার করেছিল । মুর্শিদাবাদে তাঁর বাড়িতে সিবিআইয়ের তল্লাশি অভিযান চালানোর আগাম খবর পেয়ে জীবনকৃষ্ণ সাহা তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোন জলাশয়ে ছুড়ে ফেলে দিয়েছিলেন । সেই কথা জানতে পেরে সিবিআইয়ের গোয়েন্দারা জলাশয়ের জল তুলে ফেলে সেই দুটি মোবাইল ফোন উদ্ধার করে একাধিক তথ্য জানতে পেরেছিলেন । জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতারের পাশাপাশি কলকাতায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করেন সিবিআইয়ের গোয়েন্দারা । এরপর তিনি প্রেসিডেন্সি সংশোধনাগারে বন্দি অবস্থায় দিন কাটান । অবশেষে দেশের সর্বোচ্চ আদালতে তিনি জামিন পান । আর জামিনে মুক্ত থাকাকালীনই আজ ইডির ডাকে সাড়া দিয়ে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে চলেছেন জীবনকৃষ্ণ সাহা ।