পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সন্দেশখালিকাণ্ডে শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে ফের তলব ইডির - Sandeshkhali Incident - SANDESHKHALI INCIDENT

Sandeshkhali Incident: সন্দেশখালিকাণ্ডে আবারও জিজ্ঞাসাবাদের জন্য শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে তলব ইডির ৷ তিনি পলাতক বলে জানা গিয়েছে ৷ 27 মার্চ তাঁকে সিজিও কমপ্লেক্সে আসতে নোটিশ দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷

ED
ED

By ETV Bharat Bangla Team

Published : Mar 23, 2024, 11:46 AM IST

কলকাতা, 23 মার্চ: আধিকারিকদের উপর হামলায় ঘটনায় শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে ফের তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ আগামী 27 মার্চ সিজিও কমপ্লেক্সে আসতে বলা হয়েছে তাঁকে ৷ এলাকায় সিরাজ 'ডাক্তার' বলে পরিচিত শাহজাহানের ভাই ৷ জানা গিয়েছে, শেখ শাহজাহানকে জেরা করে সিবিআই আধিকারিকরা একাধিক গুরুত্বপূর্ণ তথ্য হাতে পেয়েছেন । সেই সংক্রান্ত তথ্য ইডিকে জানিয়েছে সিবিআই ৷

এরপরই আগামী 27 তারিখ শেখ সিরাজউদ্দিনকে আসার জন্য নোটিশ পাঠিয়েছে ইডি । রেশন দুর্নীতিকাণ্ডে গত 5 জানুয়ারি সন্দেশখালিতে তদন্ত করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর আধিকারিকদের । সেই ঘটনায় শেখ শাহজাহান-সহ তাঁর ভাই আলমগীর এবং একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে সিবিআই ।

জানা গিয়েছে, রেশন দুর্নীতিকাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তল্লাশি অভিযানে নেমে প্রথমে উত্তর 24 পরগনার প্রভাবশালী ব্যবসায়ী বাকিবুর রহমানকে গ্রেফতার করে । বাকিবুরকে গ্রেফতারের পর তদন্তকারীরা এই ঘটনার সঙ্গে রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের যোগ পান । জ্যোতিপ্রিয়র বাড়ি এবং অফিসে দীর্ঘক্ষণ তল্লাশির পর অবশেষে তাঁকেও গ্রেফতার করেন তদন্তকারীরা । প্রাক্তন খাদ্যমন্ত্রীর বেশ কয়েকটি ব্যাংক অ্যাকাউন্ট ঘাটার পর তদন্তকারীরা সন্দেশখালির বেতাজ বাদশা বলে পরিচিত শেখ শাহজাহানের নাম পান ।

এরপরেই গত 5 জানুয়ারি এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা ন্যাজাট থানার অন্তর্গত শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালাতে যান । কিন্তু সেখানে আক্রমণের সম্মুখীন হতে হয় তদন্তকারীদের । শুধু আক্রমণ নয়, সরকারি কাগজপত্র এবং একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটে । ভাঙচুর চালানো হয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গাড়ি এবং কেন্দ্রীয় বাহিনীর গাড়ির উপর । এমনকী রক্তাক্ত হতে হয় তদন্তকারীদের । সেই ঘটনার পর থেকেই শেখ শাহজাহানের ভাই সিরাজ 'ডাক্তার' পলাতক বলে জানা গিয়েছে ।

গত 5 জানুয়ারি কার নির্দেশে ওই জায়গায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকদের উপর আক্রমণ শানানো হয়েছিল, তা জানার জন্যই শেখ শাহজাহানের ভাই সিরাজউদ্দিনকে এবার জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির গোয়েন্দারা ৷ এর জন্যই আগামী 27 তারিখ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে দেখা করতে বলা হয়েছে শেখ শাহজাহানের ভাইকে ।

আরও পড়ুন:

  1. খুনের মামলার পরও কীভাবে পাসপোর্ট পেল শাহাজাহান ! ফের সন্দেশখালি গেল সিবিআই
  2. সন্দেশখালি-কাণ্ডে নিজাম প্যালেসে শাহজাহানের ভাই আলমগীর
  3. প্রকাশ্যে শাহজাহানের ভাই শেখ সিরাজউদ্দিনের কীর্তি, জনরোষে পালিয়ে বেড়াচ্ছেন বেড়মজুরের 'ত্রাস'

ABOUT THE AUTHOR

...view details