কলকাতা, 5 জুলাই: সারদা কর্তা সুদীপ্ত সেনকে প্রোটেকশনের বিনিময়ে 1.5 কোটি টাকা নিয়েছিলেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম ৷ সারদা মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের চার্জশিটে এই তথ্য উঠে এসেছে ৷ জানা গিয়েছে, মোট 65 পাতার চার্জশিট তৈরি করেছে ইডি ৷ আর তার সঙ্গে এক হাজার পাতার নথিপত্র রয়েছে চার্জশিটে উল্লেখ থাকা অভিযোগের প্রেক্ষিতে ৷
ইডি সূত্রের খবর, পি চিদম্বরমের স্ত্রী নলিনী চিদম্বরম প্রায় দেড় কোটি টাকা সারদা চিটফান্ড প্রতারণা-কাণ্ডের মূল অভিযুক্ত সুদীপ্ত সেনের কাছ থেকে নিয়েছিলেন ৷ এনিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সামনে জিজ্ঞাসাবাদে নলিনী জানিয়েছিলেন, তিনি একজন আইনজীবী হিসাবে সুদীপ্তকে পরামর্শ দিয়েছিলেন ৷ আর দেড় কোটি টাকা তিনি নিয়েছিলেন কনসালটেন্সি ফি হিসাবে ৷ তবে, সংশ্লিষ্ট চার্জশিটে ইডির তরফে উল্লেখ করা হয়েছে যে, সারদা কর্তা সুদীপ্ত সেনের কাছ থেকে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রীর স্ত্রী ওই টাকা 'প্রোটেকশন মানি' হিসাবে নিয়েছিলেন ৷