পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

10 বছরে 137 কোটি টাকা জমা, শাহাজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি - SHEIKH SHAHJAHAN

Sheikh Shahjahan: 10 বছর ধরে এতদিনে জমা পড়েছে 137 কোটি টাকা ৷ তথ্য হাতে পেতেই এসকে সাবিনা নামের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি ৷

Sheikh Shahjahan
শাহজাহানের অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি

By ETV Bharat Bangla Team

Published : Apr 4, 2024, 2:30 PM IST

কলকাতা, 4 এপ্রিল: শেখ শাহাজাহানের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করল ইডি । শেখ শাহজাহানের এসকে সাবিনা নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেয়েছিলেন তদন্তকারীরা । তার তদন্তে নেমে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পারেন গত 10 বছরে শেখ সাবিনা নামে ওই কোম্পানির অ্যাকাউন্টে 137 কোটি টাকা জমা পড়েছে । সংশ্লিষ্ট অ্যাকাউন্টের ডিটেলস খতিয়ে দেখে আরও অতিরিক্ত 15টি ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পেয়েছেন তদন্তকারীরা ৷ এই 15টি অ্যাকাউন্টের মাধ্যমেও কোটি কোটি টাকা লেনদেন করা হয়েছে বলে দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার । ফলে এত বিপুল টাকা শেখ শাহজাহান কাদের পাঠিয়েছিল তা জানার জন্যই এবার এসকে সাবিনা নামে ওই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টটি ফ্রিজ করল ইডি ৷

রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের তরফ থেকে শেখ শাহজাহানকে গ্রেফতার করার পর তাদের হাত থেকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই শেখ শাহাজাহানকে নিজেদের হেফাজতে নিয়েছিল । তবে হেফাজত কাটিয়ে শেখ শাহাজাহান পরবর্তীকালে যখন সংশোধনাগারে যায় ঠিক তার 24 ঘণ্টার মধ্যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আদালতের দ্বারস্থ হয়ে অবশেষে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয়।

তারপরই সন্দেশখালিকাণ্ডের মূল অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের পর ইডির তদন্তকারী আধিকারিকরা জানতে পারেন এসকে সাবিনা নামে ওই ব্যাংক অ্যাকাউন্টের নাম । এই এসকে সাবিনার সংস্থার অ্যাকাউন্ট থেকেই 137 কোটি টাকা ট্রান্সফার হয়েছে বলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পারেন । এরপরই সংশ্লিষ্ট অ্যাকাউন্টটি ফ্রিজ করার সিদ্ধান্ত নেয় ইডি । এখন এই অ্যাকাউন্ট থেকে আর কী তথ্য পাওয়া যায় সেদিকেই তাকিয়ে সবাই ৷

আরও পড়ুন :

  1. 'আমায় মিথ্যা ফাঁসানো হয়েছে', সাংবাদিকদের দেখে চেঁচিয়ে উঠলেন শাহজাহান
  2. দু’বছরে চিংড়ি রফতানি করে শাহজাহানের মুনাফা 104 কোটি ! খতিয়ে দেখছে ইডি
  3. 10 বছরে 137 কোটি টাকা একাধিক প্রভাবশালীর অ্যাকাউন্টে পাঠিয়েছে শাহজাহান !

ABOUT THE AUTHOR

...view details