পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেশনের পর কয়লা পাচারেরও জড়িত শাহাজাহান! চার্জশিটে দাবি ইডির - Sheikh Shahjahan

ED on Sheikh Shahjahan: চার্জশিটে নয়া দাবি ইডির ৷ কয়লা পাচার করে একদিনে 30 লক্ষ টাকা চলে যেত শেখ শাহজাহানের অ্যাকাউন্টে ৷ যা দেখভাল করত দিদার বক্স মোল্লা ৷

ED on Sheikh Shahjahan
ইডির দাবি কয়লা পাচারে অভিযুক্ত শেখ শাহজাহান (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 7:05 PM IST

কলকাতা, 7 জুন: সন্দেশখালিকাণ্ডে মূল অভিযুক্ত শাহজাহানের বিরুদ্ধে এবার কয়লা পাচারের অভিযোগ তুলল ইডি ৷ শাহজাহান ও তার ভাই আলমগীরের নামে যে চার্জশিট ইডি পেশ করেছে, তাতে ইডি দাবি করেছে কয়লা পাচারের সঙ্গে যুক্ত রয়েছে দুই ভাই ৷ অনুসন্ধান চালিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা জানতে পেরেছেন যে, 2015 থেকে 2020 সাল পর্যন্ত আসানসোল থেকে সন্দেশখালিতে দিনে প্রায় 1500 টনেরও বেশি কয়লা পাচার হত ৷ এই পাচারের একটি বিশেষ 'কর' বাবদ একদিনে প্রায় 30 লক্ষ টাকা উঠত ৷ আর সেই টাকা দেখভালের দায়িত্বে ছিল দিদার বক্স মোল্লার ৷ যা সরাসরি চলে যেত শেখ শাহজাহানের অ্যাকাউন্টে ।

জানা গিয়েছে, শাহজাহানের ভাই আলমগীর-সহ তার অনুগামীরা রানিগঞ্জ থেকে দিনে প্রায় টন টন কয়লা প্রথমে এসে পৌঁছত সন্দেশখালিতে । পরে সেই বিপুল পরিমাণ কয়লা একাধিক ট্রাকে করে পৌঁছে যেত দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গায় । মূলত রানিগঞ্জ ও আসানসোল থেকে সেগুলি এনে কাজে লাগানো হত একাধিক ইটভাটায় ।

শাহজাহানের বিরুদ্ধে খুনের চেষ্টার ধারা প্রয়োগ সিবিআইয়ের চার্জশিটে

প্রশ্ন উঠছে, পুলিশের নজর এড়িয়ে কীভাবে রানিগঞ্জ এবং আসানসোল থেকে 2015-2020 সালের মধ্যে এই বেআইনি কয়লা আনা হল ?

প্রথমে রাজ্যে রেশন দুর্নীতিকাণ্ডে শেখ শাহজাহানের নাম উঠে এসেছিল । তদন্তে নেমে উত্তর 24 পরগনার ব্যবসায়ী হিসেবে পরিচিত বাকিবুর রহমানকে গ্রেফতার করা হয় । পরে তাকে জেরা করে জানা যায় রেশন দুর্নীতি মামলায় যুক্ত রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক । তিনিও গ্রেফতার হন । তাঁকে জিজ্ঞাসাবাদ করে শেখ শাহজাহানের নাম উঠে আসে । এবার কয়লা পাচারের অভিযোগ উঠল তার বিরুদ্ধে ৷

ABOUT THE AUTHOR

...view details