কলকাতা, 13 এপ্রিল: রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সম্পত্তি বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) ৷ ইডি সূত্রে খবর, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সল্টলেক এবং বোলপুরের দু'টি বাড়ি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ অন্যদিকে, জেলে থাকাকালীন ওজন অনেকটাই কমেছে জ্যোতিপ্রিয় মল্লিকের ৷
নিয়োগ দুর্নীতি থেকে রাজ্যে রেশন দুর্নীতি, প্রত্যেকটিতেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে কিংবা সংশোধনাগারে রয়েছেন রাজ্যের প্রাক্তন দুই মন্ত্রী। নিয়োগ দুর্নীতিতে জেলে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়, যিনি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী। পাশাপাশি রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক রয়েছেন জেল হেফাজতে। এবার পার্থ চট্টোপাধ্যায়ের পর ওজন অনেকটাই কমল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়রও।
জানা গিয়েছে, রেশন দুর্নীতি কাণ্ডে বর্তমানে জেল হেফাজতে থাকা রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালুর ধারাবাহিকভাবে ওজন কমছে। এমনটাই আদালতে দাবি করেছেন তাঁর আইনজীবী।